×
সদ্য প্রাপ্ত:
  • প্রকাশিত : ২০২৩-০৯-১৭
  • ৫২ বার পঠিত
আন্তর্জ‍াতিক ডেস্ক : ১১ দিনের সফরে স্পেনে গেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। তার সঙ্গে রয়েছেন ভারতের জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। মাদ্রিদে শিল্প সম্মলনের বৈঠকে উপস্থিত ছিলেন তিনি। সেই সম্মেলনের মঞ্চ থেকেই সৌরভ গাঙ্গুলী ঘোষণা দিয়েছেন, পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুরের শালবনীতে আগামী ছয় মাসের মধ্যে তৈরি হবে ইস্পাত কারখানা। এতে লগ্নি করা হবে প্রায আড়াই হাজার কোটি রুপি।

তার আশা, এই ইস্পাত কারখানা চালু হলে প্রাথমিক পর্যায়ে প্রায় ছয় হাজার কর্মসংস্থান হবে। সৌরভ গাঙ্গুলীর এই ঘোষণার পর খুশির হাওয়া বইছে শালবনীতে। শুধু সেখানেই নয়, কর্মসংস্থানের আশায় বুক বেঁধেছে গোটা মেদিনীপুর জেলা। স্পেনের রাজধানীতে দাঁড়িয়ে সৌরভ গাঙ্গুলী জানিয়েছেন, শালবনীতে এর আগে জিন্দাল গ্রুপের জন্য জমি দিয়েছিলেন পশ্চিমবঙ্গ সরকার। সেই জমিতে এখনো কারখানা গড়ে তুলতে পারেনি তারা। সেখানেই আমরা কারখানা করবো।

তিনি বলেন, আমি মমতা ব্যানার্জীকে খুশি করার জন্য বলছি না। মেদিনীপুরে ইস্পাত কারখানা গড়ে তোলার জন্য সরকার থেকে অনুমতি পেতে মাত্র চার মাস সময় লেগেছে। সরকার সব ধরনের সাহায্য করেছে। তাই হৃদয় থেকে আমরা ধন্যবাদ জানাচ্ছি।

২০০৮ সালে ২ নভেম্বর পশ্চিম মেদিনীপুরে জিন্দাল গ্রুপের ইস্পাত প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন তৎকালীন বামফ্রন্ট সরকারের সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। তার স্বপ্নের প্রকল্প ছিল শালবনীর এই ইস্পাত কারখানা। এর জন্য তৎকালীন বামফ্রন্ট সরকার প্রায় সাড়ে চার হাজার একর জমি অধিগ্রহণ করেছিল। তার মধ্যে সরকারি খাস জমি ছিল চার হাজার একর আর ব্যক্তি মালিকানাধীন জমি ছিল প্রায় পাঁচশ একর।

ব্যক্তি মালিকানাধীন অংশের জমির সত্ত্ব ছিল ৮৯৪টি পরিবারের হাতে। ক্ষতিপূরণের অর্থ বাবদ চেকপ্রদান ছাড়াও জমিদাতাদের পরিবার থেকে একজন করে চাকরির দেওয়ার প্রতিশ্রুতিতে হাসিমুখে জমি দিয়েছিলেন তারা। কিন্তু পরবর্তী সময়ে মুখ থুবড়ে পড়ে পুরো প্রকল্পটি। কাঁচামালের অভাবে দেখিয়ে ইস্পাত শিল্প থেকে হাত গুটিয়ে নেয় জিন্দাল কর্তৃপক্ষ। ফলে যে কর্মসংস্থানের আশায় মেদিনীপুরের জেলার বাসিন্দারা জমি দিয়েছিলেন, তা ভেঙে চুরমার হয়ে যায়। কিছুদিন পর রাজ্যে ক্ষমতার পালাবদল হয়। বামফ্রন্ট সরকারকে পরাজিত করে সরকার গঠন করে তৃণমূল কংগ্রেস। এবার পড়ে থাকা সেই জমিতে আড়াই হাজার কোটি রুপি বিনিয়োগে ইস্পাত কারখানা তৈরীর ঘোষণা দিলেন ভারতীয়দের ‘দাদা’ সৌরভ গাঙ্গুলী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat