×
সদ্য প্রাপ্ত:
  • প্রকাশিত : ২০২৩-০৯-১৭
  • ৭১ বার পঠিত
নুরে আলম শাহ, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ে ৫০ তম বাংলাদেশ স্কুল ও কারিগরি শিক্ষা গ্রীস্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা - ২০২৩ এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গত শনিবার বিকেলে জেলা শিক্ষা অফিসের আয়োজনে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয় মাঠে সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জেলা শিক্ষা অফিসার মোঃ আখতার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোঃ মাহবুবুর রহমান, বিশেষ অতিথি জেলা পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক প্রমুখ।

অনুষ্ঠানে নবাগত পুলিশ বলেন, বর্তমান সভ্যতার বিজ্ঞানের আবিষ্কারের ফলে ইন্টারনেট ও মোবাইলের কারণে বাঙালির ঐতিহ্যবাহী সংস্কৃতির অভিধান থেকে অনেক পুরনো খেলাধুলা একেবারেই হারিয়ে গেছে। এক সময়ে এ দেশের সংস্কৃতি ছিল পিতা মাতা অভিভাবকগণ ধর্মীয় জ্ঞান অর্জনের জন্য তাদের ছোট ছেলেমেয়েদেরকে ভোর হলেই মসজিদ,মন্দির, গির্জায় পাঠিয়ে দিতেন। ধর্মীয় কাজ শেষ করে শিশু, কিশোর, যুবক, ছেলেমেয়েরা মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, কলেজ, বিশ্ববিদ্যালয়ের দিনের বিদ্যাপীঠ শেষ করে অপেক্ষায় থাকত কখন বিকেল হবে কখন খেলার মাঠে যাবে খেলার জন্য। 

বর্তমান সময়ের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ছেলেমেয়েদের মাঝে সেই সংস্কৃতি আর নেই। খেলাধুলা না করার কারণে খেলার মাঠগুলো ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। মেধাকে ধরে রাখার জন্য শরীর মন ভালো রাখার জন্য খেলাধুলার কোন বিকল্প নেই। পুলিশ সুপার খেলোয়ারদেরকে উদ্দেশ্য করে বলেন মোবাইলে আসক্ত না হয়ে মাঠে খেলায় আসক্ত হতে হবে তাহলে আমরা মাদক, জুয়া, ইভটিজিং, কিশোর গ্যাং ইত্যাদি খারাপ দিক থেকে মুক্ত থাকতে পারবো এবং সুস্থ থাকতে পারবো। তিনি খেলায় অংশগ্রহণকারী ও বিজয়ী প্রতিযোগীদের সুস্থতা কামনা করেন। পরে প্রধান অতিথিসহ অতিথিবৃন্দের উপস্থিতিতে বিজয়ী ও রানার্সআপ দলকে পুরস্কার প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat