×
সদ্য প্রাপ্ত:
  • প্রকাশিত : ২০২৩-০৯-১৮
  • ৪৫ বার পঠিত
আন্তর্জাতিক ডেস্ক : উত্তর কোরিয়ার নেতা কিম জং উন রাশিয়ার এক আঞ্চলিক গভর্নরের কাছ থেকে উপহার হিসাবে পাঁচটি বিস্ফোরক ড্রোন, একটি পুনরুদ্ধার ড্রোন এবং একটি বুলেটপ্রুফ জ্যাকেট পেয়েছেন। রোববার সেই উপহার সামগ্রী নিয়ে দেশে ফিরেছেন তিনি। 

শনিবার ভ্লাদিভোস্টকে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করেন উন। সেখানে তিনি হাইপারসনিক মিসাইল সিস্টেম সহ অত্যাধুনিক অস্ত্র পরিদর্শন করেন। রুশ বার্তা সংস্থা তাস বলেছে, ‘ডিপিআরকে (উত্তর কোরিয়ার সরকারি নাম) নেতা পাঁচটি কামিকাজ ড্রোন এবং উলম্বভাবে উড়তে সক্ষম পুনরুদ্ধার ড্রোন জেরান- ২৫ পেয়েছেন।’


প্রতিবেদনে বলা হয়েছে, চীন ও উত্তর কোরিয়ার সীমান্তবর্তী প্রাইমোরি অঞ্চলের গভর্নর শীর্ষনেতা  কিম জং উনকে ‘বুলেটপ্রুফ জ্যাকেট এবং ‘থার্মাল ক্যামেরা দিয়েও শনাক্ত করা যায় না এমন বিশেষ পোশাক’ উপহার দিয়েছেন।

রোববার রুশ সংবাদমাধ্যম জানিয়েছে, রাশিয়ার সুদূর পূর্বের শহর আর্টিওমের রেলস্টেশন ছেড়ে গেছে কিম জং উনের ব্যক্তিগত সাঁজোয়া ট্রেনটি। এর মধ্য দিয়ে শেষ হয়েছে তার রাশিয়া সফর।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat