×
সদ্য প্রাপ্ত:
  • প্রকাশিত : ২০২৩-০৯-১৮
  • ৬৩ বার পঠিত
আন্তর্জাতিক ডেস্ক : সুদানের রাজধানীতে সেনাবাহিনী ও প্রতিপক্ষ আধা-সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার সংঘর্ষের এক পর্যায়ে দেশটির পর ভবনগুলোতে আগুন লেগেছে আইকনিক ভবন গ্রেটার নাইল পেট্রোলিয়াম অয়েল কোম্পানির টাওয়ারে আগুন লাগার ঘটনা ঘটেছে।

নীল নদের কাছে অবস্থিত ১৮ তলা ভবনটি খার্তুমের সবচেয়ে পরিচিতি স্থাপনার মধ্যে একটি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স- এক পোস্টে ভবনটির স্থপতি তাগ্রেড আবদিন বলেছেন, ‘এটি সত্যিই বেদনাদায়ক।’ তিনি জানান, এটি শহরের আকাশরেখাকে সংজ্ঞায়িত করেছে এবং ‘এরকম নির্বোধ ধ্বংস’ দুঃখজনক।

কাঁচ দিয়ে ঘেরা ত্রিকোণ ভবনটিতে কীভাবে আগুন লেগেছে তা এখনও স্পষ্ট নয়। এ ঘটনায় আহত বা মৃত্যুর কোনো খবর তাৎক্ষনিকভাবে পাওয়া যায়নি। এপ্রিল মাসে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে খার্তুম এবং অন্যান্য শহরে বিমান হামলা এবং স্থল যুদ্ধ অব্যাহত রয়েছে। সংঘর্ষের কারণে ১০ লাখের বেশি মানুষ দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।

সুদানে সহিংসতা শুরু হয়েছিল ১৫এপ্রিল। সুদানী সেনাবাহিনী এবং আধাসামরিক র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) এর নেতাদের মধ্যে ক্ষমতার লড়াইয়ের কারণে এই দ্বন্দ্ব-সংঘাতের সূত্রপাত।

সুদান ওয়ার মনিটর নামের একটি সংস্থা জানিয়েছে, আরএসএফ শনিবার সেনাবাহিনী নিয়ন্ত্রিত এলাকাগুলোতে হামলা চালিয়েছে। এসব এলাকার মধ্যে রয়েছে বিচার মন্ত্রণালয়ের একটি অফিস ব্লক। হামলার ফলে বেশ কয়েকটি সরকারি ভবনে আগুন লেগেছে বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat