স্টাফ রিপোর্টার : ডেঙ্গুতে একদিনে রেকর্ড সংখ্যক ৩ হাজার ১২২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর আগে চলতি মাসের ১০ তারিখে সর্বোচ্চ ২ হাজার ৯৯৩ রোগী ভর্তি হয়েছিলেন। চলতি মাসে ডেঙ্গুতে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা দ্রুতই বাড়ছে। একদিনে আরও ১৮ জনের প্রাণহানি হয়েছে। দেশে এ পর্যন্ত ৮২২ জন মারা গেছেন ডেঙ্গুতে। গত মাসের তুলনায় মৃত্যুর হারও বেশি চলতি মাসে। গত মাসে গড়ে দৈনিক ১১ জন করে মারা গেছেন ডেঙ্গুতে। সেখানে এ মাসে গড়ে প্রতিদিন ১৩ জনের বেশি প্রাণ হারাচ্ছেন। দিন যত যাচ্ছে, ডেঙ্গুতে মৃত্যুর মিছিল ততই দীর্ঘ হচ্ছে। ঢাকার বাইরেই ডেঙ্গুর দাপট বেশি।
রাজধানীর চেয়ে দ্বিগুণের বেশি রোগী শনাক্ত হচ্ছে গ্রামে। দেশে ইতিমধ্যে ডেঙ্গু রোগীমৃত্যু ও শনাক্তে পুরনো রেকর্ড ভেঙে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। চলতি বছরের এ পর্যন্ত ১ লাখ ৬৭ হাজার ৬৮৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এরমধ্যে রাজধানীতে ৭৩ হাজার ২৩৩ জন এবং ঢাকার বাইরে ৯৪ হাজার ৪৫১ জন। মৃত ৮২২ জনের মধ্যে নারী ৪৭৮ জন এবং পুরুষ ৩৪৪ জন। মোট মৃত্যুর মধ্যে ঢাকার বাইরে মারা গেছেন ২৫৮ জন এবং রাজধানীতে ৫৬৪ জন। গতকাল সারা দেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলাহয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তহয়েহাসপাতালেভর্তি হওয়া ৩ হাজার ১২২ জনেরমধ্যে ঢাকারবাসিন্দা ৮৪৯ জনএবংঢাকারবাইরে ২ হাজার ৭৩ জন। বিজ্ঞপ্তিতেবলাহয়েছে, নতুন ৩ হাজার ১২২ জনসহবর্তমানে দেশেরবিভিন্নসরকারি ও বেসরকারিহাসপাতালে সর্বমোটভর্তি থাকা ডেঙ্গু রোগীরসংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ৪৩৭ জনে। ঢাকারবিভিন্নসরকারি ও বেসরকারিহাসপাতালেভর্তি আছেন ৪ হাজার ৬৬ জনএবংঢাকারবাইরে ৬ হাজার ৩৭১ জন। চলতিবছরের এ পর্যন্ত ১ লাখ ৬৭ হাজার ৬৮৪ জন ডেঙ্গু রোগীহাসপাতালেভর্তি হয়েছেন। ভর্তি রোগীরমধ্যে পুরুষআক্রান্ত ১ লাখ ২ হাজার ৬৪৮ জনএবংনারী ৬৫ হাজার ৩৬ জন। সুস্থ হয়েবাড়িফিরেছেন ১ লাখ ৫৬ হাজার ৪২৫ জন।
অধিদপ্তরের তথ্য মতে, চলতিবছরেরজানুয়ারিমাসে ডেঙ্গু আক্রান্তহয়েহাসপাতালেভর্তি হয়েছেন ৫৬৬ জনএবংমারা গেছেন ৬ জন, ফেব্রুয়ারিতেআক্রান্ত ১৬৬ জনএবংমারা গেছেন ৩ জন, মার্চে ভর্তি রোগীরসংখ্যা ১১১ জনএবংএপ্রিলেহাসপাতালেভর্তি হয়েছেন ১৪৩ জনএবংমারা গেছেন ২ জন। মে মাসেহাসপাতালেভর্তি হয়েছেন ১ হাজার ৩৬ জনএবংমারা গেছেন ২ জন। জুনমাসে ৫ হাজার ৯৫৬ জনএবংমারা গেছেন ৩৪ জন। জুলাইতে শনাক্ত ৪৩ হাজার ৮৫৪ জনএবংমারা গেছেন ২০৪ জন। আগস্টে ৭১ হাজার ৯৭৬ জন শনাক্ত এবংপ্রাণহানি ৩৪২ জন। সেপ্টেম্বরের ১৭ দিনে শনাক্ত রোগী ৪৩ হাজার ৮৭৬ জনএবংমারা গেছেন ২২৯ জন। তবেবিশেষজ্ঞরাবলছেন, ডেঙ্গু আক্রান্তেরসংখ্যাআরও বেশিহবে। কারণঅনেক ডেঙ্গু রোগীবাসায় থেকে চিকিৎসা নেন, তাদের হিসাব স্বাস্থ্য অধিদপ্তরেরখাতায় নেই।
এ জাতীয় আরো খবর..