এম এ রহমান দুলাল ভুইয়া, ফেনী জেলা প্রতিনিধি : দেশের দক্ষিণ পূর্বা অঞ্চলীয় বাংলাদেশের নাভী ক্ষ্যাত। ফেনীর জেলার সদর উপজেলার কালিদহ ইউনিয়নের অন্তগর্ত উত্তর গোবিন্দপুর মৌজার ঢাকা চট্টগ্রাম মহাসড়কের লালপুলে নির্মিত হবে দেশের পুর্ব দক্ষিণ অঞ্চলীয় আন্তর্জাতিক মানের স্টেডিয়াম ফেনী ক্রীড়া কমপ্লেক্স। এই ক্রীড়া কমপ্লেক্সে হকির পাশাপাশি থাকছে ফুটবল, টেবিল টেনিস, এ্যাথলেটিক র্টাফ, ব্যাডমিন্টন, ভলিবল, বাস্কেটবল, ক্যারাম, কারাতে, বক্সিং ও শুটিং খেলার আন্তর্জাতিক মানের হরেক রকমের সুযোগ সুবিধা। যা দেশের অন্যএ একসঙ্গে এত সুযোগ সুবিধা নেই ।
ইতিমধ্যেই যার স্হান নির্ধারণ করা হয়েছে ঢাকা- চট্টগ্রামের হাইওয়ে পাশ্বের যোগাযোগের প্রাণকেন্দ্র ফেনী লালপুলের উত্তর গোবিন্দপুর মৌজায় প্রায় ৩০ একর জায়গায় ৬৮৩কোটি টাকা ব্যায়ে নির্মিত হচ্ছে এই আন্তর্জাতিক স্টেডিয়াম ও ক্রীড়া কমপ্লেক্সটি। আধুনিক মানের হকি, ফুটবল স্টেডিয়াম ছাড়াও থাকছে নানা সুযোগ-সুবিধাসহ একটি পূর্ণাঙ্গ ক্রিকেট প্রাকটিস মাঠ। আন্তর্জাতিক ক্রীড়া কমপ্লেক্স প্রকল্পে ডিপিপি প্রণয়নের লক্ষ্যে অংশীজন সহ পরামর্শ সভায় এসব তথ্য চিত্র উপস্থাপন করা হয়।
এই নির্মাণ প্রকল্পের সমীক্ষা ও সন্ভাব্যতা সভা অনুষ্ঠিত হয়। ফেনী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এবং উক্ত সভায় জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় । উক্ত সমীক্ষা ও সন্ভব্যতাসভায় জেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধিসহ উপস্থিত ছিলেন- বেবিচক, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, সড়ক ও জনপদ বিভাগ, ফেনী পৌরসভা, আবহাওয়া অধিদপ্তর, পানি উন্নয়ন বোর্ড, জেলা পুলিশ প্রশাষন, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, পরিবেশ অধিদপ্তর, জাতীয় ক্রীড়া পরিষদ, জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমি, হকি ফেডারেশন, প্রফেশনাল এসোসিয়েটস লিমিটেড, ফেনীর প্রিন্ট মিডিয়া ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্ধ ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন ।
উপস্থিত প্রতিনিধিরা এই সভায় তাদের নানাবিধ পরামর্শ তুলে ধরেন। আক্ষেপ সুরে এ প্রকল্পে পূর্ণাঙ্গ ক্রিকেট স্টেডিয়াম না থাকায় অসন্তোষ প্রকাশ করে উপস্থিত সদস্যরা বক্তব্য রাখেন ও তাদের নানা পরামর্শ মুলক বক্তব্য তুলে ধরেন । পরে প্রকল্পের মূল নকশায় আন্তর্জাতিক মানের একটি ক্রিকেট প্র্যাকটিস মাঠও এ কমপ্লেক্সটিতে সংযুক্ত করা হবে বলে প্রকল্প প্রনয়ন সংশ্লিষ্ট কর্মকর্তাগণ আশ্বাস প্রদান করেন । এই স্টেডিয়াম ও ক্রীড়া কমপ্লেক্স নির্মানে যা সামগ্রিক ভাবে দেশব্যাপী ফেনীকে আরো আধুনিক সমৃদ্ধ ও দৃশ্যত নান্দনিক শহরে পরিনত করবে।
স্থাপত্য প্রতিষ্ঠান প্রফেশনাল অ্যাসোসিয়েটস লিমিটেডের আর্কিটেক মন্জুর জানান, মুলত প্রাকৃতিক পরিবেশের সঙ্গে মিল রেখে তৈরী হবে এ নান্দনিক স্টেডিয়াম কমপ্লেক্সে । এই স্টেডিয়াম কমপ্লে ফুটবলে ও হকিতে ৮ হাজারের অধিক দর্শক ধারণক্ষমতা সম্পন্ন স্টেডিয়াম হবে। এখানে থাকবে নান্দনিক বিশেষ সুবিধা সমুহ কনফারেন্স হল রুম, রেষ্টুরেন্ট, পুরুষ এবং নারী খেলোয়াড়দের আলাদা হোস্টেল, এবং অত্যাধুনিক জিমসহ অন্যান্য সুযোগ সুবিধা। যা সচরাচর অন্য সকল স্টেডিয়ামে নেই ।
এ জাতীয় আরো খবর..