মুহা. মিজানুর রহমান, মধুখালী প্রতিনিধি : ফরিদপুরের মধুখালীতে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মামনুন আহমেদ অনিক যোগদান করেছে,রবিবার সকালে এই কর্মকর্তা মধুখালীতে প্রথম তার কার্যালয়ে অফিস করেন, নবনিযুক্ত ইউ এনও এর আগে ঢাকা ডিসি অফিসে কর্মরত ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিকুর রহমান চৌধুরীর বদলীজনিত কারনে এই অফিসার তার স্থলভিষিক হন, আশিকুর রহমান চৌধুরীর বদলীর পর নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পালন করেন উপজেলা সহকারী কমিশনার ভুমি শামীম আরা।
এ জাতীয় আরো খবর..