মোহাম্মদ নান্নু মৃধা, ডামুড্যা,(শরীয়তপুর) প্রতিনিধি : শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় দেশী প্রজাতির মাছ,শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় ২০২৩-২৪ অর্থবছরে বিকল্প কর্ম সংস্থান তৈরির লক্ষ্যে অসহায় দরিদ্র ২০ জন জেলেদের মাঝে ২টি করে ৪০টি ছাগল ও বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে।
ইলিশ সহ বিভিন্ন প্রজাতির মাছ আহরণকারী ডামুড্যা উপজেলার শিধলকুড়া,সিড্যা, দারুল আমান ও ইসলামপুর ইউনিয়ন থেকে বাছাই করে জাটকা আহরণ বন্ধ রাখার লক্ষ্যে, বিকল্প কর্ম সংস্থান তৈরির জন্য উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে এ বিতরণ কার্যক্রম করা হয়।
মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১০ টার সময় উপজেলা চত্বরে বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন ডামুড্যা উপজেলা চেয়ারম্যান আলমগীর হোসেন মাঝি,উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) সবিতা সরকার ও জেলা মৎস্য কর্মকর্তা মোঃ আমিনুল হক। এসময় উপস্থিত ছিলেন ডামুড্যা উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ ইদ্রিস তালুকদার, সহকারি মৎস্য অফিসার মোঃ রুহুল আমিন সহ অন্যান্য অফিসার ইন।
প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান আলমগীর হোসেন মাঝি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবাইকে নিয়ে ভাবেন বলেই,জাটকা ইলিশ রক্ষা মৌশুমে জেলেদের বিকল্প কর্মসংস্থান ও তাদের জীবন মান উন্নয়নের জন্য তিনি বরাদ্দ দিয়েছেন।এ উপকরন যেন সত্তিকারের সঠিক জেলেরা পায় তার দিকে সজাগ দৃষ্টি রাখার জন্য মৎস্য অফিসারদের প্রতি আহবান জানান।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত সবিতা সরকার বলেন,ইলিশ সম্পাদ রক্ষার জন্য সরকার আপনাদের সহায়তা দিচ্ছে। সরকারের দেয়া সহায়তা গ্রহন ও সঠিক ভাবে ব্যবহারের করে নিজে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি ইলিশ সম্পদ উন্নয়নে অবদান রাখবেন।
এ জাতীয় আরো খবর..