মোঃ হাবিব মিয়া, নিকলী কিশোরগঞ্জ : সেবা ও উন্নতির দক্ষ রূপকার, উন্নয়ন -উদ্ভাবনে স্থানীয় সরকার ‘এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের নিকলীতে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার, ১৮সেপ্টেম্বর বেলা ১১টার দিকে এ উপলক্ষে একটি র্যালি, আলোচনা সভা ও উন্নয়ন মেলা উদ্বোধন করা হয়েছে। র্যালিটি উপজেলা পরিষদ থেকে শুরু হয়ে নিকলী প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। পরে দুপুর ১২ টার দিকে নিকলী উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাকিলা পারভীন এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন নিকলী উপজেলা পরিষদের চেয়ারম্যান আহসান মোঃ রুহুল কুদ্দুস ভূঁইয়া জনি, উপজেলা সহকারী কমিশনার ভূমি প্রীতিলতা বর্মন, উপজেলা কৃষি অফিসার সাখাওয়াত হোসেন ,উপজেলা প্রকৌশলী কর্মকর্তা শামসুল হক রাকিব, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবু হানিফ, উপজেলা মেডিকেল অফিসার ডাক্তার সোহাগ মিয়া, উপজেলা বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আবু বক্কর সিদ্দিকী, নিকলী থানার এসআই হাফিজুর রহমান, উপজেলা সমাজসেবা অফিসার আসিফ ইমতিয়াজ মনির, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান গন ,সরকারি বিভিন্ন দপ্তরে কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ প্রমুখ।
এ জাতীয় আরো খবর..