আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি : বরিশালের আগৈলঝাড়ার রত্নপুর ইউনিয়নে জাতীয় শ্রমিকলীগ ইউনিয়ন শাখার আয়োজনে গত শনিবার বিকালে মোল্লাপাড়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে হাজারো মানুষের ঢল নামে।এমন সময়ে বিশাল এক মিছিল নিয়ে সমম্মেলন স্থলে আসেন স্থানিয় আওয়ামীলীগ নেতা প্রদিপ সমদ্দার ,তখন তার সাথে এলাকা হইতে নারি পুরুষ সমন্নিত প্রায় ৫ শতাধিক লোক মিছিলে অংশগ্রহন করে, সম্মেলন স্থানে আগত নেতৃবিন্দের মন কারে, তাই এলাকায় আলোচনার শির্ষে প্রদিপ সমদ্দার,স্থানীয় সুত্রে জানাযায় প্রদিপ সমদ্দার এলাকায় দীর্ঘদিনের পরিক্ষিত বঙ্গবন্ধু আদর্শের সৈনিক,তিনি চলমান রত্নপুর ইউনিয়নের জাতীয় শ্রমিকলীগের সভাপতি পদ প্রত্যাশী।
এলাকা সুত্রে আরো জানাযায় প্রদিপ সমদ্দার মোল্লাপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সদস্য পদে একাধিকবার ভোটের মাধ্যমে নির্বাচিত হয়েছে।এছাড়াও এলাকায় য়ে কোন আওয়ামীলীগের সাংগঠনিক কর্মকান্ডে তার ভুমিকা অপরিসিম।
এ জাতীয় আরো খবর..