×
  • প্রকাশিত : ২০২৩-০৯-২৬
  • ৫৩১ বার পঠিত
হাসান মাহমুদ, নিউইয়র্ক : নিউইয়র্কে বাংলাদেশের সোশ্যাল ইসলামি ব্যাংক লি: ও মানি ট্রান্সফারে শীর্ষ প্রতিষ্ঠান সানম্যান এক্সপ্রেস চুক্তি সম্পাদন করেছে। ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর জাফর আলম ও ডিরেক্টর মাহমুদুল আলম  এখন নিউইয়র্ক সফর করছেন। সানম্যান এক্সপ্রেস গত ২৫ বছর ধরে বাংলাদেশে শীর্ষ রেমিট্যান্স পাঠানো প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি পেয়েছে।আমেরিকা থেকে রেমিট্যান্স পাঠাবার জন্য বাংলাদেশের বৃহৎ ১০টি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে  সানম্যান এক্সপ্রেসের চুক্তি রয়েছে।বাংলাদেশে এসআইবিএল-এর মাধ্যমে গ্রাহকরা ঘরে বসেই সানম্যান এক্সপ্রেসের  মোবাইল অ্যাপসের মাধ্যমে টাকা পাবেন। এজন্য ব্যাংকে যাবার কোন প্রয়োজন হবে না।

নিউইয়র্কে বাংলাদেশি প্রতিষ্ঠান সানম্যান এক্সপ্রেস বাংলাদেশে প্রতিমাসে সর্বোচ্চ রেমিট্যান্স পাঠিয়ে কমিউনিটিতে খ্যতি অর্জন করেছে।  স্থানীয় অভিজাত ওয়ার্ল্ড ফেয়ার মেরিনা রেস্টুরেন্টে  প্রতিষ্ঠানটির ২৫তম বর্ষপূর্তি অনুষ্ঠানে উদ্বোধন করা হয়েছে  আধুনিক মোবাইল অ্যাপস। যার মাধ্যমে আমেরিকার ঘরে বসেই মোবাইলে যে কোন সময় দেশে টাকা পাঠানো যাচ্ছে। মোবাইল অ্যাপস দিয়ে টাকা পাঠাতে কোন ফি দিতে হয় না বলে জানিয়েছেন উদ্যোক্তারা। প্রবাসে শতভাগ বাংলাদেশি প্রতিষ্ঠান সানম্যান এক্সপ্রেস গ্লোবাল মানি ট্রান্সফার বাংলাদেশের ১০টি বৃহৎ ব্যাংকের মাধ্যমে বাংলাদেমে রেমিট্যান্স পাঠিয়ে আসছে।
২৫ বছর পূর্তি মনোজ্ঞ  অনুষ্ঠানে কামিউনিটির  বিশিষ্ট পেশাজীবীরা উপস্থিত ছিলেন। বৃষ্টিস্নাত সন্ধ্যায় আলোঝলমলো এক পরিবেশে সানম্যানের প্রেসিডেন্ট এবং সিইও মাসুদ রানা তপন, পরিচালক তাসনিমা সানিয়া মান্নান, সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের  (এসআইবিএল)এমডি জাফর আলম, এসআইবিএল -এর পরিচালক মাহমুদুল আলম, আইবিটিভির সিইও জাকারিয়া মাসুদ, সোনালী  এক্সচেঞ্জের সিইও দেবশ্রী মিত্র, স্যান্ডার্ড এক্সপ্রেসের প্রেসিডেন্ট ও সিইও আবদুল মালেকসহ বিশিষ্টজনরা বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে সানম্যান এক্সপ্রেসের প্রেসিডেন্ট ও সিইও মাসুদ রানা তপন আমেরিকায় সবচেয়ে পুরনো প্রতিষ্ঠান হিসেবে  দেশে বেশি রেমিট্যান্স পাঠাতে পেরে নিজেদের সাফল্যের কথা তুলে ধরেন। বাংলাদেশি মানি ট্রান্সফার কোম্পানি হিসেবে সানম্যান কিভাবে গ্রাহকদের সহযোগিতা করে থাকে তা জানালেন তিনি।

অনুষ্ঠানে গেস্ট অব অনার সোশ্যাল ইসলামী ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর জাফর আলম প্রবাসিদের উদ্দেশ্যে ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠাবার আহবান জানান। অনুষ্ঠানে সোশ্যাল ইসলাম ব্যাংকের সঙ্গে সানম্যান এসপ্রেসের সাইনিং সিরিমোনি হয়েছে। এসময় ব্যাংকের এমডি জাফর আলম এবং ডিরেক্টর মাহমুদুল আলমসহ উভয় প্রতিষ্ঠানটির কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
সানম্যান এক্সপ্রেসের সঙ্গে দীর্ঘ ২৫ বছরের সম্পর্কের স্মৃতিচারণ করে আরও সাফল্য কামনা করেন স্ট্যান্ডার্ড এক্সপ্রেসের প্রেসিডেন্ট ও সিইও আবুদল মালেক। সানম্যান এক্সপ্রেস দীর্ঘ ২৫ বছর ধরে বাংলাদেশিদের সেবা দিয়ে আসছে জানিয়েছেন এর কর্মকর্তা আমিনুল ইসলাম।

অনুষ্ঠানে সানম্যান রেমিট্যান্স অ্যাওয়ার্ডে  ২৯জন সেরা এজেন্টদের পুরস্কৃত করা হয়েছে। আগামীতে সানম্যান এক্সপ্রেস নতুন অ্যাপস-এর মাধ্যমে বাংলাদেশিদের সেবার পরিসর আরও বৃদ্ধি করবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat