×
  • প্রকাশিত : ২০২২-০৩-১৬
  • ১০১৭ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক : রাজধানী ঢাকার যানজট ক্রমেই তীব্র থেকে তীব্রতর হচ্ছে। বিশেষ কোনো কারণ ছাড়াই সড়কজুড়ে গাড়ির দীর্ঘ জটলায় প্রায় স্থবির হয়ে পড়েছে জনজীবন। চৈত্রের তীব্র রোদের তাপ, ধুলার মধ্যে ঘণ্টার পর ঘণ্টা সড়কেই কাটাতে হচ্ছে নগরবাসীকে।

সংশ্লিষ্টরা বলছেন, নগরীজুড়ে উন্নয়ন কাজের চাপে অনেক গুরুত্বপূর্ণ সড়ক ছোট হয়ে পড়েছে। এর বাইরে দীর্ঘ বিরতির পর সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ায় বেড়েছে স্কুলকেন্দ্রীক ব্যক্তিগত গাড়ির চাপ। এর ফলে প্রধান সড়কের বাইরেও গাড়ির দীর্ঘ জটলা ছড়িয়ে পড়েছে নগরীর অলি-গলিতেও।

বুধবার (১৬ মার্চ) সকাল থেকেই রাজধানীর আসাদগেট, ফার্মগেট, বিজয় স্মরণী, শাহবাগ, বনানী, উত্তরা, মিরপুর এলাকাসহ প্রায় পুরো ঢাকা জুড়েই তীব্র যানজটের খবর পাওয়া গেছে। যানবাহনের ধীরগতির ফলে কোন কোন ট্রাফিক সিগন্যালে ঘণ্টা পার হতে দেখা গেছে।

তবে মঙ্গলবারের (১৫ মার্চ) তুলনায় আজ যানজট কিছুটা কম বলে দাবি করেছেন ট্রাফিক পুলিশ সংশ্লিষ্টরা। তারা বলছেন, মঙ্গলবার (১৫ মার্চ) পুরোদমে শিক্ষা প্রতিষ্ঠান শুরু হওয়ায় সাধারণত অফিসগামী মানুষের পূর্ব প্রস্তুতি ছিল না। একই সময়ে স্কুল ও অফিসগামী যানবাহনের তীব্র চাপে প্রায় অচল হয়ে পড়েছিল ঢাকা।

বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে বাড়তি ট্রাফিক পুলিশ দায়িত্ব পালন করছেন। সড়ক স্বাভাবিক রাখতে ট্রাফিক পুলিশ সদস্যরা সর্বোচ্চ চেষ্টা করছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat