×
  • প্রকাশিত : ২০২৩-১১-১৯
  • ৫৪ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবু‌দ্দি‌নকে তার নেতৃত্বে সব রাজ‌নৈ‌তিক দলের স‌ঙ্গে আ‌লোচনার অনু‌রোধ জা‌নি‌য়ে‌ছেন সংস‌দের বি‌রোধীদ‌লীয় নেতা বেগম রওশন এরশাদ। নির্বাচনী তফ‌সিল পেছা‌নোসহ ৫টি প্রস্তাবনা দি‌য়ে‌ছেন তি‌নি।

রোববার (১৯ নভেম্বর) দুপু‌রে বঙ্গভব‌নে রাষ্ট্রপ‌তির স‌ঙ্গে সৌজন্য সাক্ষা‌তে এসব প্রস্তাবনা তু‌লে ধ‌রেন বি‌রোধীদলীয় নেতা। দুপুর ১২টার আ‌গেই বঙ্গভব‌নে পৌঁ‌ছান রওশন এরশাদ। প‌রে রাষ্ট্রপতির স‌ঙ্গে নির্বাচনী ইস‌্যুতে বৈঠকে মি‌লিত হন তি‌নি। 

রওশন এরশাদের স‌ঙ্গে উপ‌স্থিত ছিলেন সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ মশিউর রহমান রাঙ্গা এমপি, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যক্ষ রওশন আরা মান্নান এমপি, এরশাদপুত্র রাহগির আল মাহি সাদ এরশাদ এমপি ও  কাজী মো. মামুনূর রশিদ। এর আ‌গে জাতীয় পা‌র্টির চেয়ারম‌্যান গোলাম মোহাম্মদ কা‌দের রাষ্ট্রপ‌তি মোহাম্মদ সাহাবু‌দ্দি‌নের স‌ঙ্গে ‌দেখা ক‌রেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat