×
  • প্রকাশিত : ২০২৩-১১-২০
  • ১১৮ বার পঠিত
স্টাফ রিপোর্টার : জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে প্রতিবারই উৎসবের আমেজ সৃষ্টি হয় দেশের শোবিজ অঙ্গনে। পছন্দের দলের মনোনয়ন পেতে অনেকে নানাভাবে প্রচার-প্রচারণায় নেমে পড়েন। এমপি পদে মনোনয়নয়ন পাওয়ার আগ্রহ প্রকাশ করেন প্রকাশ্যে। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শোবিজ অঙ্গন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশা করছেন অন্তত এক ডজন অভিনয়শিল্পী। এর মধ্যে কেউ কেউ মনোনয়নপত্র ইতোমধ্যে সংগ্রহ করেছেন। ঢাকাই সিনেমার বর্তমান সময়ের চিত্রনায়িকা মাহিয়া মাহি ও চিত্রনায়ক শাকিল খান রয়েছেন এই তালিকায়। 

শনিবার সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম শুরু হয়। ওইদিন চাঁপাইনবাবগঞ্জ-২ আসন থেকে নৌকা প্রতীকে প্রার্থী হতে মনোনয়ন ফরম সংগ্রহ করেন মাহিয়া মাহি। এই নায়িকা বলেন, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে নৌকা প্রতীকে নির্বাচনের জন্য মনোনয়নপত্র তুলেছি। বাকিটা আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর নির্ভর করছে। তিনি যেটা ভালো মনে করবেন সেটাই করবেন। তবে এই আসন থেকে নির্বাচনে লড়ার জন্য আমি প্রস্তত।

বেশ কিছুদিন ধরেই বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) আসন গণসংযোগে ব্যস্ত সময় পার করতে দেখা গেছে চিত্রনায়ক শাকিল খানকে। তারই ধারাবাহিকতায় শনিবার দুপুরে বাগেরহাট-৩ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন তিনি।  শাকিল খান বলেন, রামপাল-মোংলার মাটি ও মানুষকে আমি ভালোবাসি। এই আসন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিলে এই এলাকার মানুষের কল্যাণে কাজ করব। এলাকায় অনেক কাজের সুযোগ রয়েছে। মোংলার এপার-ওপারকে সংযোগ করার জন্য একটি সেতু খুবই প্রয়োজন। এই সেতু করাসহ মানুষের কল্যাণে সবকিছু করার চেষ্টা করবো। মোংলা-রামপালের মানুষ আমার পাশে আছে। আশা করি প্রধানমন্ত্রী আমাকে এই আসন থেকে দলীয় মনোনয়ন দেবেন।

দেশের দুই স্বনামধন্য অভিনেত্রী শমী কায়সার ও রোকেয়া প্রাচী। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-৩ আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করার ইচ্ছা প্রকাশ করেছেন দুজনেই। অভিনেত্রী রোকেয়া প্রাচী বলেন, ফেনী-৩ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহের ইচ্ছা রয়েছে। নির্ধারিত সময় ২১ নভেম্বরের মধ্যেই ফরম তুলতে পারি। একই কথা অভিনেত্রী শমী কায়সারের কণ্ঠেও। তিনি বললেন, আগামী ২০ নভেম্বর আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করতে পারি। ফেনী-৩ আসন থেকে নৌকা প্রতীকে নির্বাচনে অংশগ্রহণের ইচ্ছা রয়েছে। একই আসন থেকে দুই অভিনেত্রীর মনোনয়ন পাওয়ার প্রত্যাশা প্রসঙ্গে শমী কায়সারের ভাষ্য, আমি শুনেছি, আমার আরও একজন সহকর্মী এই আসন থেকে মনোনয়ন প্রত্যাশা করছেন। এক্ষেত্রে দল যাকে মনোনয়ন দেবে আমরা তাকেই মেনে নেব।  অভিনেত্রীদের মধ্যে আরও বেশ কিছু তারকা আলোচনায় থাকলেও তারা কেউই মনোনয়ন ফরম তুলছেন না। যাদের মধ্যে রয়েছেন- চিত্রনায়িকা অপু বিশ্বাস, অরুণা বিশ্বাস, জ্যোতিকা জ্যোতি ও পূর্ণিমা। চিত্রনায়িকা অপু বিশ্বাসের নির্বাচনে অংশগ্রহণ নিয়ে গুঞ্জন থাকলেও স্পষ্টই জানালেন, নির্দিষ্ট কোনো আসন থেকে নির্বাচনে অংশগ্রহণ করার মতো সিদ্ধান্ত নেননি তিনি। যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে কোনো দায়িত্ব দিতে চান তাহলে তিনি সেটা পালন করবেন। একই কথা অভিনেত্রী অরুনা বিশ্বাসেরও। আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে দীর্ঘদিন ধরে জড়িত থাকলেও দ্বাদশ জাতীয় নির্বাচনে মনোনয়ন তোলার কোনো ইচ্ছা নেই তার। তিনি মনে করেন, রাজনীতিতে আরও যোগ্য ব্যক্তিরা আছেন। তাদেরই উচিত সংসদ নির্বাচনে অংশগ্রহণ করা। অরুনা বলেন, নির্বাচনের জন্য কোনো মনোনয়ন ফরম সংগ্রহ করছি না। তবে আওয়ামী লীগের পাশে আছি, অতীতেও যেভাবে ছিলাম, ভবিষ্যতেও সেভাবেই থাকব।
আওয়ামী লীগের রাজনীতিতে বর্তমানে বেশ সক্রিয় অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি। নির্বাচনে লড়ার জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করবেন না তিনি। এ বিষয়ে জ্যোতি বললেন, আমি মনে করি, রাজনীতিতে আমার এখনও অনেক কিছুই দেওয়ার বাকি। এবার সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য মনোনয়ন ফরম তুলছি না। আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণায় থাকছি। এরইমধ্যে দলের হয়ে বিভিন্ন কর্মকাণ্ডে ব্যস্ত সময় পার করছি। শোবিজ অঙ্গনে মনোনয়ন নিয়ে গুঞ্জন ছিল চিত্রনায়িকা পূর্ণিমাকে ঘিরেও। কিন্তু সরাসরি এই অভিনেত্রী জানালেন, এমন কোনো পরিকল্পনাই নেই। পূর্ণিমার কথায়, যারা দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে সম্পৃক্ত তারাই মনোনয়ন প্রত্যাশা করতে পারেন। রাজনীতিতে আমি তাদের তুলনায় একদমই শিশু। তাই নির্বাচনে অংশগ্রহণের জন্য মনোনয়ন সংগ্রহের কোনো ইচ্ছে বা পরিকল্পনা নেই আমার।

এদিকে অভিনেতাদের মধ্যে মনোনয়ন প্রত্যাশীদের তালিকায়ও বেশ দীর্ঘ। আসন্ন নির্বাচনকে ঘিরে শোবিজ অঙ্গনে সবচেয়ে বেশি চর্চিত নাম ফেরদৌস ও রিয়াজ। একটা লম্বা সময় ধরেই আওয়ামী লীগের রাজনৈতিক বিভিন্ন কর্মকাণ্ডে সরাসরি সম্পৃক্ত থাকতে দেখা গেছে এই দুই নায়ককে। তাই নির্বাচনের আগে প্রশ্ন উঠেছে, দলটির মনোনয়ন ফরম সংগ্রহ করবেন কী না তারা?  বিষয়ে গতকাল রোববার ফেরদৌস বলেন, দলের হাইকমান্ডের গ্রিন সিগন্যালের অপেক্ষায় আছি। আশা করছি ২০ নভেম্বরের আগেই একটা সিদ্ধান্তে পৌঁছাতে পারব। পছন্দের কোনো আসন আছে কি না, এমন প্রশ্নে এই নায়ক জানালেন- ঢাকা-১৭, কুমিল্লা-১ ও যশোর (আসন উল্লেখ করেননি)। এই তিনটির যেকোনো একটি আসনে নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি রয়েছে। বাকিটা দল যেভাবে ভালো মনে করবে, সেভাবেই পদক্ষেপ নেব। রিয়াজের কথায়, আমি বঙ্গবন্ধুকে ধারণ করি। আওয়ামী লীগকে পছন্দ করি। তবে সংসদ নির্বাচনে অংশগ্রহণের কোনো ইচ্ছা বা আগ্রহ এখন পর্যন্ত আমার নেই।

আমি মনে করি, আওয়ামী লীগে অনেক যোগ্য প্রার্থী রয়েছে। যাদের শরীরে এখনও বুলেটের দাগ আছে, নির্যাতনের চিহ্ন আছে। তারাই নির্বাচনে প্রার্থী হওয়ার যোগ্য। রিয়াজ বলেন, আমি দেশের মানুষের জন্য কাজ করতে চাই। এখন পর্যন্ত আওয়ামী লীগের মনোনয়ন সংগ্রহ করার মতো কোনো চিন্তাভাবনা আমার নেই। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাইলে ভেবে দেখব। ঢাকাই চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় চিত্রনায়ক রুবেল। অভিনয়ের পাশাপাশি রাজনীতির মাঠেও প্রায়শই দেখা মেলে তার। আসন্ন নির্বাচনে বরিশাল-৩ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করবেন তিনি।  বিষয়টি নিশ্চিত করে এই নায়ক জানান, দেশে চলমান উন্নয়নের অংশীদার হতে সোমবার (২০ নভেম্বর) বরিশাল-৩ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করব। যেহেতু আমি বাবুগঞ্জের ছেলে, তাই আসনে নির্বাচন করে ভোটারদের পাশে দাঁড়াতে চাই। দেশের সিনেমার জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা মনোয়ার হোসেন ডিপজল ঢাকা-১৪ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করবেন। এই অভিনেতা বলেন, নৌকা প্রতীকে নির্বাচন করার ইচ্ছা আছে। ঢাকা-১৪ আসন থেকে আ.লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করব। বাকিটা দলীয় সিদ্ধান্তের পরে চিন্তা করব। এছাড়াও মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগম এবারও আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করবেন একই আসন থেকে। দেশের বরেণ্য অভিনেতা ও সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর নীলফামারী-২ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat