নিজস্ব প্রতিবেদক : দেশের ক্ষমতাসীন সরকারের পরিণতি শ্রীলঙ্কার সরকারের চেয়েও ভয়াবহ হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন। যৌথ সভা শেষে এই সংবাদ সম্মেলন করা হয়।
এক প্রশ্নের জবাবে শ্রীলঙ্কার সরকারের ভয়াবহ পরিণতির কথা মনে করিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘এই সরকার শিক্ষা নিতে জানে না। তাহলে ১০ বছরে শিক্ষা নিতে পারত। কোন শিক্ষা নেয়নি। এদের চেয়েও খারাপ অবস্থা হবে।’
এ জাতীয় আরো খবর..