পঞ্চগড়ে সারজিস আলম
অন্তর্বর্তীকালীন সরকারকে দুর্বল হিসেবে দেখতে চাইনা
																
								
							
                                - আপডেট সময় : ৬২ বার পড়া হয়েছে
 
জাতীয় নাগরিক পার্টি উত্তরাঞ্চলের মুখ্যসংগঠক সারজিস আলম বলেন, আমরা বিশ্বাস করি একটা দেশের সংস্কার সিস্টেম গুলোর পরিবর্তন কয়েক মাসের মধ্যে সম্ভব নয় দুই চার বছরের সম্ভব নয় এটা একটা দীর্ঘ লড়াই কিন্তু এই নির্বাচনের পূর্বে এই লড়াইয়ের জন্য একটা স্বচ্ছ নির্বাচনের জন্য যে মৌলিক সংস্কারগুলো প্রয়োজন সেগুলো আমাদের বিন্দুমাত্র ছাড় থাকবে না এই নির্বাচনের পূর্বে আমাদের ভাইরা জীবন দিয়ে রক্ত দিয়ে নতুন বাংলাদেশ নিয়ে এসেছে তাদের বিচার, তাদের যারা হত্যা করেছে খুন করেছে রক্ত ঝরিয়েছে ওইসব খুনিদের বিচারের প্রশ্ন আমাদের বিন্দুমাত্র আপত্তি থাকবে না।
তিনি গত সোমবার সন্ধ্যায় পঞ্চগড় চেম্বর অব ইন্ডাষ্ট্রির হলরুমে জাতীয় যুব শক্তি পঞ্চগড় জেলা যুব শক্তির আয়োজনে জেলা সমন্বয় সভায় এসব কথা বলেন।
তিনি আরো বলেন, জুলাই ঘোষণাপত্র যেটা প্রধান উপদেষ্টা কমিটমেন্ট করেছে সেটি জুলাই মাসের মধ্যে দেওয়ার ক্ষেত্রেও আমাদের কোন আপত্তি থাকবে না। আমরা স্পষ্ট করে একটা কথা বলি এই অন্তর্বর্তী কালীন সরকারকে আমরা দুর্বল সরকার হিসাবে দেখতে চাই না। এই অন্তর্বর্তীকালীন সরকার যদি নিজেদেরকে দুর্বল হিসেবে প্রকাশ করে সেটাই হবে তাদের এই মেন্ডেটের সাথে অভুত্থানের ওই রক্তের সাথে বড় প্রতারণা।
দেশের প্রথম সারির বরং সাতটি দলের মধ্যে ছয়টি দল একটি গুরুত্বপূর্ণ সংস্কারের প্রশ্নে একমত হয়, তখন অন্তর্বর্তীকালীন সরকার কিংবা ঐক্যবদ্ধ কমিশনের কাছে যদি একটি দল বড় হয়ে যায়, তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকার যোগ্যতা সেটি হারিয়ে ফেলবে। কিন্তু আমি প্রত্যাশা করি অন্তর্বর্তীকালীন সরকার তাদের দায়বদ্ধতা খুঁজে পাবেনা। আমরা প্রত্যাশা করি যোগ্য স্বচ্ছ নির্বাচনের পূর্বে আমরা এই বাংলাদেশ জুলাই সনদ দেখতে পাবো মৌলিক সংস্কার পাবো নির্বাচনকালীন সংস্কার পাবো এবং দৃশ্যমান বিচার দেখতে পাবো।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে জাতীয় যুব শক্তির আহ্বায়ক এড. তারিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক নেছার উদ্দীন, কেন্দ্রীয় সংগঠক ওয়াসিস আলম প্রমুখ বক্তব্য রাখেন।
এসময় জেলা ও উপজেলার এনসিপি এবং যুবশক্তির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
																			

















