ঢাকা ০৫:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

অবৈধ ব্যাটারিচালিত অটোচালকদের সড়ক অবরোধ

গণমুক্তি ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৭:০৮:১২ অপরাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০২৪ ৩৫ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

 

অবৈধ ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের দৌরাত্ম্য চরম অবস্থায় পৌছেছে। আধিকাংশ ব্যাটারিচালিত অটোরিকশা ডলারে আমদানি করা বিদ্যুৎ অবৈধভাবে ব্যবহার করে চলাচল করছে।

ঢাকার বিভিন্ন স্থানে রিকশা গ্যারেজ ছাড়াও মহল্লার অলিগলিতে ব্যাটারিচালিত রিকশা অবৈধভাবে চার্জ করা হয়ে থাকে।

ঢাকায় প্রায় ১২ লাখ রিকশা চলাচল করছে। এর বড় একটি অংশ ব্যাটারিচালিত অবৈধ রিকশা। ঢাকা মহানগরের প্রায় সর্বত্র এসব ব্যাটারিচালিত রিকশার চলাচল রয়েছে।

পুরোনো প্যাডেলচালিত অনেক রিকশায় অপরিকল্পিত ভাবে ব্যাটারি লাগিয়ে যান্ত্রিক করা হচ্ছে। রিকশাচালকদের প্রশিক্ষণ ও নিবন্ধন কোনো ব্যবস্থা নেই। এই কারণে রাজধানীতে নিয়মিত ঘটছে দুর্ঘটনা।

বিগত ৫ আগস্টের পর প্রধান সড়কে ব্যাটারিচালিত অবৈধ অটো রিকশা ব্যাপকহারে চলাচল শুরু করে। তাতে করে লম্বাযানজট এবং দুর্ঘটনা বৃদ্ধি পায়।

প্রধান সড়ক থেকে ব্যাটারিচালিত রিকশা তিনদিনের মধ্যে অপসারণের নির্দেশ দেয় হাইকোর্ট। মঙ্গলবার দেয়া হাইকোর্টের নির্দেশের প্রতিবাদে ব্যাটারি চালিত অটোরিকশা চালকরা অবৈধভাবে সড়ক অবরোধ করে সাধারণ মানুষের চলাচল বিঘ্নিত করে।

বুধবার (২০ নভেম্বর) পুরান ঢাকার দয়াগঞ্জ মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে চালকরা। এক পর্যায়ে পুলিশের সঙ্গে অটোচালকদের সংঘর্ষের ঘটনা ঘটে।

পরে দয়াগঞ্জ এলাকার সড়ক ছেড়ে দিলেও অন্য আরেক এলাকায় অবরোধ করে রেখেছে অটোচালকরা বলে সর্বশেষ তথ্য পাওয়া যায়।

বিকেল ৩টার দিকে যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক আহম্মেদ জানান, মূল সড়কে অটোরিকশা চালানোর দাবিতে দয়াগঞ্জ মোড়ে অবরোধ করেছে চালকরা। এতে সড়কে তীব্র যানজট হয়।

পরে তাদের অনুরোধ করা হয় সড়ক ছেড়ে দেওয়ার জন্য। তারা পুলিশের অনুরোধ না শুনে উল্টো পুলিশের ওপর আক্রমণ চালায়। এ সময় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।

ওসি আরও বলেন, দয়াগঞ্জ এলাকার সড়ক অবরোধ ছেড়ে দিলেও খবর পাওয়া যাচ্ছে, তারা যাত্রাবাড়ীর আরেক এলাকায় অবস্থান নিয়েছে।

 

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

অবৈধ ব্যাটারিচালিত অটোচালকদের সড়ক অবরোধ

আপডেট সময় : ০৭:০৮:১২ অপরাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০২৪

 

অবৈধ ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের দৌরাত্ম্য চরম অবস্থায় পৌছেছে। আধিকাংশ ব্যাটারিচালিত অটোরিকশা ডলারে আমদানি করা বিদ্যুৎ অবৈধভাবে ব্যবহার করে চলাচল করছে।

ঢাকার বিভিন্ন স্থানে রিকশা গ্যারেজ ছাড়াও মহল্লার অলিগলিতে ব্যাটারিচালিত রিকশা অবৈধভাবে চার্জ করা হয়ে থাকে।

ঢাকায় প্রায় ১২ লাখ রিকশা চলাচল করছে। এর বড় একটি অংশ ব্যাটারিচালিত অবৈধ রিকশা। ঢাকা মহানগরের প্রায় সর্বত্র এসব ব্যাটারিচালিত রিকশার চলাচল রয়েছে।

পুরোনো প্যাডেলচালিত অনেক রিকশায় অপরিকল্পিত ভাবে ব্যাটারি লাগিয়ে যান্ত্রিক করা হচ্ছে। রিকশাচালকদের প্রশিক্ষণ ও নিবন্ধন কোনো ব্যবস্থা নেই। এই কারণে রাজধানীতে নিয়মিত ঘটছে দুর্ঘটনা।

বিগত ৫ আগস্টের পর প্রধান সড়কে ব্যাটারিচালিত অবৈধ অটো রিকশা ব্যাপকহারে চলাচল শুরু করে। তাতে করে লম্বাযানজট এবং দুর্ঘটনা বৃদ্ধি পায়।

প্রধান সড়ক থেকে ব্যাটারিচালিত রিকশা তিনদিনের মধ্যে অপসারণের নির্দেশ দেয় হাইকোর্ট। মঙ্গলবার দেয়া হাইকোর্টের নির্দেশের প্রতিবাদে ব্যাটারি চালিত অটোরিকশা চালকরা অবৈধভাবে সড়ক অবরোধ করে সাধারণ মানুষের চলাচল বিঘ্নিত করে।

বুধবার (২০ নভেম্বর) পুরান ঢাকার দয়াগঞ্জ মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে চালকরা। এক পর্যায়ে পুলিশের সঙ্গে অটোচালকদের সংঘর্ষের ঘটনা ঘটে।

পরে দয়াগঞ্জ এলাকার সড়ক ছেড়ে দিলেও অন্য আরেক এলাকায় অবরোধ করে রেখেছে অটোচালকরা বলে সর্বশেষ তথ্য পাওয়া যায়।

বিকেল ৩টার দিকে যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক আহম্মেদ জানান, মূল সড়কে অটোরিকশা চালানোর দাবিতে দয়াগঞ্জ মোড়ে অবরোধ করেছে চালকরা। এতে সড়কে তীব্র যানজট হয়।

পরে তাদের অনুরোধ করা হয় সড়ক ছেড়ে দেওয়ার জন্য। তারা পুলিশের অনুরোধ না শুনে উল্টো পুলিশের ওপর আক্রমণ চালায়। এ সময় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।

ওসি আরও বলেন, দয়াগঞ্জ এলাকার সড়ক অবরোধ ছেড়ে দিলেও খবর পাওয়া যাচ্ছে, তারা যাত্রাবাড়ীর আরেক এলাকায় অবস্থান নিয়েছে।