ঢাকা ১১:০৭ অপরাহ্ন, শনিবার, ০৮ নভেম্বর ২০২৫

অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি, ইউএনওর অভিযানে জরিমানা

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
  • আপডেট সময় : ৮৬ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রামের লোহাগাড়ায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে মিস্টি তৈরী করার দায়ে “ক্লাসিকাল সুইটস” নামে এক প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় প্রতিষ্ঠানের মালিককে ১লাখ টাকা জরিমানা ও ১০ মন (সাদা, কালো মিষ্টি, দই, রসমালাই, নিমকি) ধ্বংস করে দেওয়া হয়।
গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলা সদরে ২নং ওয়ার্ডস্থ মোহাম্মদ আলী মুন্সীর পাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালতে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী অফিসার(ইউএনও) মো. সাইফুল ইসলাম।
অভিযানকালে উপজেলা সেনিটারি ইন্সপেক্টর মোহাম্মদ শের আলী, লোহাগাড়া থানার এসআই মাঈনুদ্দিন, এএসআই আবদুল আলী, উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের অফিস সহকারি বিধান বাবুসহ থানা পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী অফিসার(ইউএনও) মো. সাইফুল ইসলাম বলেন, উপজেলার সদরে ২নং ওয়ার্ডস্থ মোহাম্মদ আলী মুন্সীর পাড়া এলাকায় “ক্লাসিকাল সুইটস” নামে প্রতিষ্ঠানকে অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে মিষ্টি তৈরি করে জনসাধারণের স্বাস্থ্যহানিবর করে বাজারজাত করছিল। অস্বাস্থ্যকর পরিবেশে মিস্টি তৈরী ও বিক্রির দায়ে প্রতিষ্ঠানটির মালিক মোহাম্মদ আতিক উল্লাহ চৌধুরীকে ভোক্তা অধিকার আইন, ২০০৯ এর ৫২ ও ৫৩ ধারামতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১ লক্ষ টাকা জরিমানা করা হয় এবং অনাদায়ে ১ মাসের কারাদণ্ড প্রদান করা হয়। একই সাথে আনুমানিক ১০ মন (সাদা, কালো মিষ্টি, দই, রসমালাই, নিমকি) ধ্বংস করে দেওয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালতে এ অভিযান জনস্বার্থে অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি, ইউএনওর অভিযানে জরিমানা

আপডেট সময় :

চট্টগ্রামের লোহাগাড়ায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে মিস্টি তৈরী করার দায়ে “ক্লাসিকাল সুইটস” নামে এক প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় প্রতিষ্ঠানের মালিককে ১লাখ টাকা জরিমানা ও ১০ মন (সাদা, কালো মিষ্টি, দই, রসমালাই, নিমকি) ধ্বংস করে দেওয়া হয়।
গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলা সদরে ২নং ওয়ার্ডস্থ মোহাম্মদ আলী মুন্সীর পাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালতে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী অফিসার(ইউএনও) মো. সাইফুল ইসলাম।
অভিযানকালে উপজেলা সেনিটারি ইন্সপেক্টর মোহাম্মদ শের আলী, লোহাগাড়া থানার এসআই মাঈনুদ্দিন, এএসআই আবদুল আলী, উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের অফিস সহকারি বিধান বাবুসহ থানা পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী অফিসার(ইউএনও) মো. সাইফুল ইসলাম বলেন, উপজেলার সদরে ২নং ওয়ার্ডস্থ মোহাম্মদ আলী মুন্সীর পাড়া এলাকায় “ক্লাসিকাল সুইটস” নামে প্রতিষ্ঠানকে অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে মিষ্টি তৈরি করে জনসাধারণের স্বাস্থ্যহানিবর করে বাজারজাত করছিল। অস্বাস্থ্যকর পরিবেশে মিস্টি তৈরী ও বিক্রির দায়ে প্রতিষ্ঠানটির মালিক মোহাম্মদ আতিক উল্লাহ চৌধুরীকে ভোক্তা অধিকার আইন, ২০০৯ এর ৫২ ও ৫৩ ধারামতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১ লক্ষ টাকা জরিমানা করা হয় এবং অনাদায়ে ১ মাসের কারাদণ্ড প্রদান করা হয়। একই সাথে আনুমানিক ১০ মন (সাদা, কালো মিষ্টি, দই, রসমালাই, নিমকি) ধ্বংস করে দেওয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালতে এ অভিযান জনস্বার্থে অব্যাহত থাকবে বলেও জানান তিনি।