‘আগামী দশ বছরে দেশের নেতৃত্ব দেবে রাজপথে থাকা তরুণেরা’
- আপডেট সময় : ২১ বার পড়া হয়েছে
আগামী দশ বছরে মধ্যে এই দেশের নেতৃত্ব, এখকার রাজপথে থাকা তরুণেরাই দেবে। তারাই এমপি, মন্ত্রী হবে, সংসদে যাবে বাংলাদেশকে নেতৃত্ব দেবে, ইনশাআল্লাহ। সেই তরুণদের আপনাদের কে সমর্থন চাই। তরুণদের আপনাদের প্রতিনিধি হিসেবে আমরা সংসদে দেখতে চাই।
গতকাল রোববার গাইবান্ধার সুন্দরগঞ্জের বাহির গোলা চত্বরে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন তিনি।
এশার জামায়াতে নামাজ আদায়ের পর গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, আওয়ামী লীগ একটি ঐতিহ্যবাহী রাজনৈতিক দল ছিল। সেই আওয়ামী লীগ গত ১৬ বছরে ভিন্নমত দমনে জামায়াত-বিএনপি নেতাকর্মীদের ওপর যে অত্যাচার, নিপীড়ন, নির্যাতন চালিয়েছিল, তাদের নেতাকর্মীদের খুঁজে খুঁজে বের করে মামলা দেওয়া, হামলা করা, এলাকা ছাড়া করা এবং সর্বশেষ এদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে ভারতের হাতে তুলে দেওয়ার বিরুদ্ধে দেশের এই সচেতন, শিক্ষিত নতুন প্রজন্ম স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং তাদের সঙ্গে যোগ হয়ে ছাত্র-জনতার মিলিত অভ্যুত্থানে এদেশে আওয়ামী লীগের রাজনীতি নাই হয়ে গেছে। কিন্তু আমাদের আপনাদের কিছু করার নাই।
ডাকসুর সাবেক এ ভিপি বলেন, আপনাদের কারো সন্তান, কারো ভাই এই তরুণরা গণঅভ্যুত্থানের মাধ্যমে যে অসাধ্য সাধন করেছে তা গত ৫০ বছরে সম্ভব হয়নি। বাংলাদেশে গত ৫০ বছরে যে বিভাজন, হিংসা, বিদ্ধেষ, হানাহানি, মারামারির রাজনীতি চলেছে। ওই রাজনীতিতে সাধারণ মানুষ, আমজনতা নেতাদের জন্য রক্ত ঝরিয়েছে। নেতাদের জন্য লাশ হয়েছে। কিন্তু নেতারা নেতায়-নেতায় ঠিক থাকে। নেতায়-নেতায় ফোনে কথা হয়, আলাপ-আলোচনা হয় আর কর্মীরা রাস্তা-ঘাটে মারামারি করে জীবন দেয়। তাই জুলাই অভ্যুত্থান পরবর্তী আগামীর রাজনীতি ও বাংলাদেশের গতিপথ কী হবে, তা নির্ধারণ করবে এদেশের নতুন প্রজন্ম ও সাহসী তরুণেরা।
নুরুল হক নুর আরো বলেন, যে তরুণেরা বুলেটের সামনে দাঁড়িয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে আওয়াজ তুলেছিল, এই পরিবর্তন এনেছিল, সেই তরুণেরাই আগামীর বাংলাদেশ বিনির্মান করবে, ইনশাল্লাহ। এই তরুণরা আপনাদের সন্তান, আপানাদের কারো ভাই। তাই এই তরুণদের পাশে আপনাদের থাকতে হবে।
শেষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধার সুন্দরগঞ্জ-১ আসনের প্রার্থী মো. মাসুদ রানা মোন্নাফ এবং সাদুল্লাপুর-পলাশবাড়ি-৩ আসনে মো. সুরুজ্জামান সরকারকে পরিচয় করিয়ে দিয়ে সবাইকে পাশে থাকার আহ্বান জানান নুরুল হক নুর।
এ সময়ে আরো বক্তব্য রাখেন: গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় উচ্চতর পরিষদের সদস্য মো. হানিফ খাঁন সজিব, গণ অধিকার পরিষদের প্রতিষ্ঠালীন সংগঠক ও কেন্দ্রীয় নির্বাহী সংসদের রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. মাসুদ রানা মোন্নাফ। জেলা গণ অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক ও সুন্দরগঞ্জ উপজেলার আহ্বায়ক রুমন বসুনিয়া, উপজেলা গণ অধিকার পরিষদের যুগ্ন আহ্বায়ক মো. রাসেল মিয়া, যুব অধিকার পরিষদের সভাপতি এনামুল হক, ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মো. নাফিম প্রামানিক, যুগ্ন সাংগঠনিক সম্পাদক মো. শরিফুল ইসলাম প্রমুখ।
















