আশুলিয়ায় রাতের আধারে অবৈধ গ্যাস সংযোগে বেপরোয়া রশিদ
- আপডেট সময় : ৩০ বার পড়া হয়েছে
আশুলিয়ায় অবৈধ গ্যাস সংযোগ দাতা এবং একাধিক হত্যা মামলায় এজাহার ভুক্ত আসামী(আওয়ামী লীগের পদধারী নেতা) ঠিকাদার রশিদ এর খুটির জোড় কোথায়? তিনি আশুলিয়া থানার নাকের ডগায়,বুড়ির বাজার এলাকায় দীর্ঘ এক যুগ ধরে প্রায় ৬০০( ছয় শত) আবাসিক বাড়ীতে বিভিন্ন সময় প্রায় এক কোটি টাকার বিনিময়ে ১৫ হতে ২০ হাজার চুলায় অবৈধ গ্যাস সংযোগ দিয়েছেন।
জানাযায়,এক যুগ ধরে প্রতিটা চুলা হতে প্রতি মাসে ৮০০(আটশত)টাকা হারে গ্যাস বিল উত্তোলন করে আসছেন। মাঝে মাঝে উচ্ছেদ অভিযানে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হলেও আবারও তিনি সকল বাড়ীর মালিকদের নিকট থেকে চাঁদা উত্তোলন করে ১০/১৫ লাখ টাকার বিনিময়ে রাতের আধারে সেই সংযোগ পাইয়ে দিয়ে থাকেন। বাড়ীর মালিকদের বুঝান যে,মাসিক গ্যাস বিল ও সংযোগের ৯০%টাকা গ্যাস অফিসের সিনিয়র কর্মকর্তাদের ম্যানেজ করার জন্যই দিতে হয়।
গত আওয়ামী সরকারের আমলে বড় বড় পোস্টার-ফেসটুন ঝুলিয়ে নিজেকে বড় নেতা পরিচয় দিয়ে সাভার-আশুলিয়ায় অবৈধ গ্যাস সংযোগ দিয়ে দাপিয়ে বেড়াতেন।গত ০৫ আগস্ট ২০২৪ইং ছাত্র ও জনতাকে নির্মম ভাবে হত্যার সংগে জরিত থাকা উলেখ্য এজাহারে একাধিক হত্যা মামলার আসামী হওয়ার পরেও থেমে নেই তার অবৈধ গ্যাস সংযোগের কার্যক্রম।দিনের আলোতে গা ঢাকা দিয়ে থাকলেও রাতের আধারে চলছে তার অবাধ বিচরণ।গোপনে কোন বাসায় বা, চা দোকানে বসে বাড়ীর মালিকদের গ্যাসের অভাব দূর করতে সর্বচ্চ ভুমিকা পালন করে চলছেন তিনি।সেই ধারাবাহিকতায় গত ২৪ অক্টোবর ২০২৫ইং গভীর রাত (অনুমান০২টায়) বুড়ির বাজার এলাকায় প্রায় ৩০টি বাড়ীতে অবৈধ গ্যাস সংযোগ দেন। ঐ সময় বাড়ীর মালিকদের নিকট হতে গ্যাস অফিস ম্যানেজ করার কথা বলে সর্বমোট ৮০০০০০(আট লাখ)টাকায় রফাদফা করেন। পাশের আরো ১৩ টি বাড়ীর মালিকদের গ্যাস পাইয়ে দেওয়ার আশ্বাস প্রদান করেন এবং সাভার গ্যাস অফিস ম্যানেজ করার কথা বলে ০৫ লাখ টাকা মৌখিক চুক্তি করেছেন। সেই সুবাদে ২/৩জন বাড়ীর মালিক কে ২৬ অক্টোবর টাকা নিয়ে সাভার গিয়ে তার সাথে একান্তে দেখা করতে বলেছেন। সরকারকে ফাঁকি দিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া ঐ অসৎ আওয়ামী নেতা এবং একাধিক হত্যা মামলার আসামী গ্যাস ঠিকাদার সভাপতি আব্দুর রশিদের খুটির জোড় কোথায়? আর আইন প্রয়োগকারী সংস্থার নজরেই বা আসছে না কেন? বিষয়টি জানতে চায় সচেতন মহল ও সুশীল সমাজ।

















