ইসলামপুরে সাংবাদিক ওসমান হারুনীর শোকসভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ৫০ বার পড়া হয়েছে
সাপ্তাহিক জামালপুর সংবাদ পত্রিকার প্রকাশক-সম্পাদক, মোহনা টিভি জেলা প্রতিনিধি, আমার দেশ ও খোলা কাগজ এর ইসলামপুর প্রতিনিধি, ইসলামপুর প্রেসক্লাবের সদস্য মরহুম সাংবাদিক ওসমান হারুনীর অকাল মৃত্যুতে ইসলামপুর প্রেসক্লাবের উদ্যোগে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার বাদ মাগরিব ইসলামপুর প্রেসক্লাব হল রুমে প্রেসক্লাবের আয়োজনে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শোক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু।
ইসলামপুর প্রেসক্লাবের সভাপতি মোরাদুজ্জামান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফিজ লিটন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব, সহ-সভাপতি একেএম শহিদুর রহমান, পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম ঢালী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহ্ আবীর আহম্মেদ বিপুল মাষ্টার, প্রেসক্লাবের সাবেক সভাপতি ফিরোজ খান লোহানী, কার্যকরী পরিষদ সদস্য আ: সামাদ প্রমুখ।
উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান, মহিলা দলের সাধারণ সম্পাদক মাহমুদা নবাব, মরহুম সাংবাদিক ওসমান হারুনীর বড় ছেলে ইয়ামিন, ছোট ভাই কাদের, মোঃ সুলতানসহ কর্মরত সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শোকসভায় বক্তারা প্রয়াত সাংবাদিকের কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন এবং তাঁর আত্মার মাগফেরাত কামনা করেন।
















