ইসলামপুরে সাবেক প্রিন্সিপালের বিরুদ্ধে জুতা ও ঝাড়ুর মিছিল

- আপডেট সময় : ৬২ বার পড়া হয়েছে
জামালপুরের ইসলামপুর সরকারি জে.জে.কে.এম.গার্লস হাইস্কুল এন্ড কলেজের সাবেক প্রিন্সিপাল লম্পট, নারীলোভী আব্দুস সালাম এর পুনরায় যোগদানের বিরুদ্ধে মানববন্ধন, জুতা-ঝাড়ুর মিছিল শেষে বিক্ষোভ করেছেন ইসলামপুর উপজেলার সকল সচেতন নাগরিক ও ছাত্র সমাজ।
আজ রোববার ইসলামপুর সরকারি জে.জে.কে.এম.গার্লস হাইস্কুল এন্ড কলেজ গেটে থেকে শহরের প্রধান প্রধান সড়কে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের শিক্ষিকা শাফিয়া খাতুন, ছাত্র ও যুবনেতা মনিরুল করিম, শাহজামাল, সাখাওয়াত হোসেন সুজন, হুমায়ুন খান লোহানী, সোহেল সরকার, সিয়াম খান লোহানী, জুয়েল খান লোহানী, সাব্বির খান লোহানী, অষ্টম শ্রেণীর শিক্ষার্থী রৌদশী, শিরিন, শিক্ষার্থীদের অভিভাবকসহ আরো অনেকে।
বক্তারা বলেন গত ২ ফেব্রুয়ারি ২০২০ সালে দেওয়ানগঞ্জগামী তিস্তা ট্রেনের কেবিনে আপত্তিকর অবস্থায় এক ছাত্রীসহ কলেজের অধ্যক্ষ আব্দুস সালামকে যৌন মিলনের সরঞ্জামাদিসহ রেলওয়ে পুলিশের হাতে আটক হয়। ইসলামপুরের ঐতিহ্যবাহী নারী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীর সাথে ট্রেনে নারী কেলেঙ্কারি ঘটনা জড়িত সাবেক অধ্যক্ষ আবারো আইনের মারপেচে ও এলাকায় মোটা অংকের টাকা খরচ করে যোগদান করার প্রতিবাদে মানববন্ধন, জুতা-ঝাড়ুর মিছিল ও বিক্ষোভ করেন করেছেন ইসলামপুর উপজেলা সকল সচেতন নাগরিক ও ছাত্রসমাজ।