ঈদগাঁওতে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শনে জামায়াতের নেতারা
- আপডেট সময় : ১৫৬ বার পড়া হয়েছে
ঈদগাঁওয়ে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত কক্সবাজার-৩ আসনের সাংসদ সদস্য পদপ্রার্থী শহিদুল আলম বাহাদুর। আজ বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে ঈদগাঁও ইউনিয়নের মেহেরঘোনা এলাকায় রং মিস্ত্রি নুরুল ইসলামের বাড়িতে এ পরিদর্শন করেন।
এতে জামায়াত নেতা নুরুল হক নুর, লায়েক ইবনে ফাজেল, স্থানীয় মেম্বার গিয়াস উদ্দিন, জমায়াত নেতা আবু বক্কর, বিশিষ্ট সমাজ সেবক নুরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী আজিজুর রহমান, যুব নেতা আব্দুল মাজেদ, শিবির নেতা আব্দুল্লাহসহ স্থানীয় শতাধিক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন, ধৈর্য ধারণের আহ্বান জানান এবং সর্বাত্মক সহায়তার আশ্বাস দেন।
উল্লেখ্য- এসময় মেহেরঘোনা আবু বকর ছিদ্দিক বালিকা দাখিল মাদরাসা পরিদর্শন এবং মেহেরঘোনা এলাকার বিশিষ্ট প্রবাসী ও সমাজ সেবক অসুস্থ আব্দু শুক্কুরের শারিরীক খুজ খবর নেন শহিদুল আলম বাহাদুর।

















