ঈশ্বরগঞ্জে উপজেলা ও পৌর বিএনপি’র আহবায়ক কমিটি ঘোষণা

- আপডেট সময় : ০১:৩৫:৫০ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫ ৯১ বার পড়া হয়েছে
দীর্ঘ ৯ বছর পর ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি’র আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস বিরাজ করছে। ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক এ কে এম এনায়েত উল্লাহ কালাম ও যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদারের স্বাক্ষরিত বৃহস্পতিবার রাতে ওই কমিটি’র তালিকা প্রকাশিত হয়।
এ কমিটিতে সাবেক উপজেলা বিএনপির সভাপতি প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবুকে আহবায়ক ও আমিরুল ইসলাম ভূঁইয়া মনিকে সদস্য সচিব করে ১০১ সদস্যের উপজেলা বিএনপির কমিটি করা হয়। অপরদিকে সায়েদুল হককে আহবায়ক ও নূরে আলম জিকুকে সদস্য সচিব করে ৮৩ সদস্যের পৌর বিএনপির কমিটি ঘোষণা করেছেন জেলা বিএনপি।
উপজেলা বিএনপির নবগঠিত কমিটিতে যুগ্ম আহবায়ক হয়েছেন কামরুজ্জামান লিটন, আতিকুর রাজ্জাক ভূঁইয়া হীরা, এ কে এম হারুন অর রশিদ, রুহুল আমিন মাস্টার, আহসান পারভেজ, অ্যাডভোকেট শাহজাহান সাজু, হোসেন মোহাম্মদ মণ্ডল, শাহজাহান জয়পুরী, মোসলেম উদ্দিন ফকির, সাইফুল ইসলাম চকদার ঝুলন, আব্দুল্লাহ আল মামুন খোকন, আমিনুল ইসলাম খান মনি, শাহ মোফাজ্জল হোসেন টিপু, নিজাম উদ্দিন, শরিফ আবেদীন জায়েদী, আজিজুল হক বাদল। এ ছাড়া সাবেক সংসদ সদস্য শাহ নূরুল কবীর শাহীনকে সম্মানিত সদস্য ঘোষণা করা হয়।
অন্যদিকে পৌর বিএনপির যুগ্ম আহবায়ক হলেন জুলফিকার আলী টিপু, সাবেক কাউন্সিলর মেহেদী হাসান রুবেল, সাবেক কাউন্সিলর জহিরুল ইসলাম সুজন, সালাউদ্দিন খুররম, হায়দার আলী, আবুল কাশেম, রফিকুল আল আজাদ দুলাল, বিপুল সালেহীন, নূর নবী মিয়া, সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম, তারিক আজিজ, আজহারুল ইসলাম সুজন, সাবেক কাউন্সিলর খলিল উল্লাহ বাচ্চু, সাবেক কাউন্সিলর হযরত আলী ও মনিরুল ইসলাম জুয়েল।
দীর্ঘ ৯ বছর পর কমিটি ঘোষণা করায় নতুন কমিটির নেতৃত্বে আসা নেতাদের স্বাগত জানিয়ে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আনন্দ মিছিল করেন।