ঈশ্বরগঞ্জে ঝড়ের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি

- আপডেট সময় : ৪২ বার পড়া হয়েছে
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ঝড়ের তাণ্ডবে বেশ কয়েকটি গ্রামের ঘরবাড়ি লণ্ডভন্ড গাছপালাসহ পান বরজের ব্যাপক ক্ষতি হয়েছে। গত রবিবার রাত ২টার দিকে উপজেলার জাটিয়া ইউনিয়নের নিজতুলন্দর, ঘাগড়াপাড়া, মাঝিয়াকান্দি ও সোহাগী ইউনিয়নের চট্টি, মনোহরপুর এলাকায় উপর দিয়ে বয়ে যাওয়া ঝড়ে প্রায় শতাধিক ঘরবাড়ি লন্ডভন্ড অসংখ্য গাছপালা ও পানের বরজের ব্যাপক ক্ষতি হয়েছে।
সরেজমিন গিয়ে দেখা যায়, গাছ পড়ে জাটিয়া ইউনিয়নের নিজতুলন্দর গ্রামের সুরুজ আলীর ২টি, নুরুল ইসলামের ১টি, আব্দুর রহিমের ২টি, আবু সিদ্দিকের ১টি ও ইদ্রিস আলীর ২টি এবং সোহাগী ইউনিয়নের মনোহরপুর গ্রামের রিপনের ২টি, শাহ্ নেওয়াজের ১টি, সিরাজুল ইসলামের ১টি বসতঘর মাটিতে পরে যায়।
এছাড়াও ঘাগড়াপাড়া গ্রামের পান চাষী আবু বকর সিদ্দিক, বিল্লাল হোসেন, সানাউল্লাহ্ ও আতাউর রহমানের প্রায় ১ একর পান বরজের ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন জাটিয়া ইউপি সদস্য নয়ন মিয়া। তিনি আরো জানান, ঝড়ের তাণ্ডবে বিভিন্ন গ্রামে শতাধিক বসতঘরের চালা উড়ে গেছে এবং বিদ্যুতের তার ছিঁড়ে গ্রাম গুলোতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। ঝড়ে নিজতুলন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গাছ উপড়ে পড়ে ওয়াশ ব্লকের ক্ষতি হয়।