ঢাকা ১২:১৫ পূর্বাহ্ন, বুধবার, ০৫ নভেম্বর ২০২৫

উখিয়ায় শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার

এস এম হুমায়ুন কবির, কক্সবাজার
  • আপডেট সময় : ৫৬ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রামের মীরসরাইয়ে ছয় বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার পলাতক আসামি মো. মকবুল (৬০) কে কক্সবাজারের উখিয়া থেকে গ্রেফতার করেছে র‌্যাব।
র‌্যাব-১৫ ও র‌্যাব-৭ এর যৌথ অভিযানে ২ নভেম্বর বিকেলে উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের সোনারপাড়া এলাকার গহিন পাহাড়ি অঞ্চল থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি আজ মঙ্গলবার (৪ নভেম্বর) নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) আ. ম. ফারুক।
র‌্যাব জানায়, মকবুল চট্টগ্রামের মীরসরাই উপজেলার মিঠাছড়া এলাকায় নির্মাণাধীন একটি ভবনের দারোয়ান হিসেবে কাজ করছিল। গত ১ অক্টোবর দুপুরে একই এলাকার ভাড়া বাসায় থাকা ছয় বছরের শিশু জান্নাতুল ফেরদৌসকে চিপস খাওয়ানোর প্রলোভন দেখিয়ে নিজের ঘরে নিয়ে ধর্ষণ করে পালিয়ে যায়।
পরবর্তীতে শিশুটির মা চিৎকার শুরু করলে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসে, তবে মকবুল পালিয়ে যায়। শিশুটিকে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে পরীক্ষায় ধর্ষণের আলামত পাওয়া যায়। পরে ভিকটিমের বাবা বাদী হয়ে মীরসরাই থানায় মামলা দায়ের করেন।
র‌্যাব জানায়, গ্রেফতার এড়াতে মকবুল দাড়ি কেটে ছদ্মবেশ ধারণ করে উখিয়ার পাহাড়ে আত্মগোপনে ছিল। গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মকবুলের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার উত্তর রাঙামাটিয়া (হামজার টিলা) এলাকায়।
তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নিতে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

উখিয়ায় শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার

আপডেট সময় :

চট্টগ্রামের মীরসরাইয়ে ছয় বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার পলাতক আসামি মো. মকবুল (৬০) কে কক্সবাজারের উখিয়া থেকে গ্রেফতার করেছে র‌্যাব।
র‌্যাব-১৫ ও র‌্যাব-৭ এর যৌথ অভিযানে ২ নভেম্বর বিকেলে উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের সোনারপাড়া এলাকার গহিন পাহাড়ি অঞ্চল থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি আজ মঙ্গলবার (৪ নভেম্বর) নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) আ. ম. ফারুক।
র‌্যাব জানায়, মকবুল চট্টগ্রামের মীরসরাই উপজেলার মিঠাছড়া এলাকায় নির্মাণাধীন একটি ভবনের দারোয়ান হিসেবে কাজ করছিল। গত ১ অক্টোবর দুপুরে একই এলাকার ভাড়া বাসায় থাকা ছয় বছরের শিশু জান্নাতুল ফেরদৌসকে চিপস খাওয়ানোর প্রলোভন দেখিয়ে নিজের ঘরে নিয়ে ধর্ষণ করে পালিয়ে যায়।
পরবর্তীতে শিশুটির মা চিৎকার শুরু করলে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসে, তবে মকবুল পালিয়ে যায়। শিশুটিকে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে পরীক্ষায় ধর্ষণের আলামত পাওয়া যায়। পরে ভিকটিমের বাবা বাদী হয়ে মীরসরাই থানায় মামলা দায়ের করেন।
র‌্যাব জানায়, গ্রেফতার এড়াতে মকবুল দাড়ি কেটে ছদ্মবেশ ধারণ করে উখিয়ার পাহাড়ে আত্মগোপনে ছিল। গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মকবুলের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার উত্তর রাঙামাটিয়া (হামজার টিলা) এলাকায়।
তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নিতে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।