সংবাদ শিরোনাম ::
উত্তরায় রেস্টুরেন্টে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ১০ ইউনিট

গণমুক্তি রিপোর্ট
- আপডেট সময় : ০১:০৪:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪ ১৭০ বার পড়া হয়েছে
উত্তরা ১২ নম্বর সেক্টরের একটি রেস্টুরেন্টে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ১০টি ইউনিট কাজ করছে।
ফায়ার সার্ভিস জানায়, শুক্রবার (২০ ডিসেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে উত্তরার শাহ মখদুম রোডের লাভলীন রেস্টুরেন্টে এই অগ্নিকাণ্ড ঘটে।
উত্তরার ১২ নম্বর সেক্টরের লাভলীন রেস্টুরেন্টে আগুন লাগার খবর পেয়ে একে একে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ছুটে গিয়ে আগুন আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
আগুন নিয়ন্ত্রণে উত্তরা, টঙ্গী, বারিধারা, কুর্মিটোলা ও সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের ১০টি ইউনিট কাজ করছে।
আগুনের সূত্রপাত সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। তবে রেস্টুরেন্টটি যে ভবনের নিচে, তার ওপরে আরও কিছু ফ্লোর রয়েছে। সেখানে কেউ আটকে আছেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।