ঢাকা ০২:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

উপদেষ্টা পরিষদে যুক্ত হলেন আরও তিনজন

গণমুক্তি ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৭:৫৬:২১ অপরাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪ ৭১ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

 

গণঅভ্যুত্থানের আকাঙ্খা পূরণের প্রতিশ্রুতি নিয়ে নোবেল জয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হবার তিন মাথায় উপদেষ্টা পরিষদে যুক্ত হলেন নতুন আরও তিনজন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সন্ধ্যা সাড়ে সাতটায় বঙ্গভবনে তাদেও শপথ পাঠ করার। এনিয়ে উপদেষ্টা পরিষদে যুক্ত হলেন ২১জন।

নতুন করে আরও তিনজন অন্তর্র্বতী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন। রবিবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবন দরবার হলে এ শপথ অনুষ্ঠান হয়। তাদের শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। নতুন করে শপথ নেওয়া তিন উপদেষ্টা হলেন, ব্যবসায়ী সেখ বশির উদ্দিন, চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম।

শপথগ্রহণ অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসসহ উপদেষ্টা পরিষদের সদস্য, বিভিন্ন দেশের কূটনীতিক, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সেখ বশির উদ্দিন দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী আকিজ–বশির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। তিনি সেখ আকিজ উদ্দিনের সন্তান। মোস্তফা সরয়ার ফারুকী খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা।

কয়েক দশক ধরে তিনি চলচ্চিত্র, নাটক নির্মাণ করে পরিচিত মুখ হয়ে উঠেছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মো. মাহফুজ আলমকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী পদে দায়িত্ব পালন করছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের আইন বিভাগের শিক্ষার্থী।

ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা পালানোর পর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে ১৭ সদস্যের অন্তর্বর্তী সরকার গঠিত হয়। এরপর আগস্টেই আরও চারজন উপদেষ্টা হিসেবে শপথ নেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

উপদেষ্টা পরিষদে যুক্ত হলেন আরও তিনজন

আপডেট সময় : ০৭:৫৬:২১ অপরাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪

 

গণঅভ্যুত্থানের আকাঙ্খা পূরণের প্রতিশ্রুতি নিয়ে নোবেল জয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হবার তিন মাথায় উপদেষ্টা পরিষদে যুক্ত হলেন নতুন আরও তিনজন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সন্ধ্যা সাড়ে সাতটায় বঙ্গভবনে তাদেও শপথ পাঠ করার। এনিয়ে উপদেষ্টা পরিষদে যুক্ত হলেন ২১জন।

নতুন করে আরও তিনজন অন্তর্র্বতী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন। রবিবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবন দরবার হলে এ শপথ অনুষ্ঠান হয়। তাদের শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। নতুন করে শপথ নেওয়া তিন উপদেষ্টা হলেন, ব্যবসায়ী সেখ বশির উদ্দিন, চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম।

শপথগ্রহণ অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসসহ উপদেষ্টা পরিষদের সদস্য, বিভিন্ন দেশের কূটনীতিক, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সেখ বশির উদ্দিন দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী আকিজ–বশির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। তিনি সেখ আকিজ উদ্দিনের সন্তান। মোস্তফা সরয়ার ফারুকী খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা।

কয়েক দশক ধরে তিনি চলচ্চিত্র, নাটক নির্মাণ করে পরিচিত মুখ হয়ে উঠেছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মো. মাহফুজ আলমকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী পদে দায়িত্ব পালন করছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের আইন বিভাগের শিক্ষার্থী।

ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা পালানোর পর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে ১৭ সদস্যের অন্তর্বর্তী সরকার গঠিত হয়। এরপর আগস্টেই আরও চারজন উপদেষ্টা হিসেবে শপথ নেন।