এসপি সুব্রত কুমার হালদারসহ ৫ জনের বিরুদ্ধে দুদকের চার্জশিট
- আপডেট সময় : ০৯:২২:০২ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুলাই ২০২৪ ২১০ বার পড়া হয়েছে
মাদারীপুরের সাবেক পুলিশ সুপার সুব্রত কুমার হালদারসহ ৫জনকে অভিযুক্ত করে চার্জশিট দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (১১ জুলাই) মাদারীপুর আদালতে এ অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করা হয়েছে বলে জানিয়েছেন মাদারীপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক আতিকুর রহমান।
গত বছরের (২০২৩) ৫ জুলাই সুব্রত কুমার হালদারসহ ছয় পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করেছিল দুদক।
দুর্নীতির দায়ে যাদের অভিযুক্ত করা হয়েছে তারা হলেন, মাদারীপুর জেলার সাবেক পুলিশ সুপার (এসপি) সুব্রত কুমার হালদার, কনস্টেবল (সাময়িক বরখাস্ত) মো. নুরুজ্জামান সুমন, কনস্টেবল (সাময়িক বরখাস্ত) জাহিদুল ইসলাম, মাদারীপুর জেলা পুলিশ হাসপাতালের সাবেক মেডিক্যাল অ্যাসিসটেন্ট পিয়াস বালা, মাদারীপুরের সাবেক টিএসআই (টাউন সাব-ইন্সপেক্টর) গোলাম রহমান।
এজাহারে সাবেক টিএসআই মো. হায়দার ফরাজীর নাম থাকলেও তদন্তে তার জড়িত থাকার বিষয়টি প্রমাণিত না হওয়ায় অভিযোগপত্রে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।
বর্তমানে দুদকের প্রধান কার্যালয়ে কর্মরত উপ-পরিচালক মো. হাফিজুল ইসলাম বৃহস্পতিবার মাদারীপুর আদালতে এসপি সুব্রত কুমার হালদারসহ পাঁচ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন।
নিয়োগ পরীক্ষা অনুষ্ঠানের জন্য তিন সদস্যের একটি কমিটি করা হয়। নিয়োগ কমিটির সভাপতি ছিলেন মাদারীপুর জেলার তৎকালীন পুলিশ সুপার সুব্রত কুমার হালদার। অপর দুই সদস্য ছিলেন, মাদারীপুর জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মো. নাজমুল ইসলাম ও গোপালগঞ্জ জেলার সিনিয়র সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুদ।
চূড়ান্ত ফলাফলের ভিত্তিতে ৫৪ জন পুলিশ কনস্টেবলের নিয়োগের সুপারিশ করা হয়। এই নিয়োগ চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে অবৈধ ঘুষ লেনদেনের ৭৩ লাখ ৫০ হাজার টাকা ছয়টি ধাপে জব্দ করে পুলিশ বিভাগ।
বিষয়টি পুলিশ সদর দফতর প্রাথমিকভাবে তদন্ত করে পরে আদালতের মাধ্যমে দুর্নীতি দমন কমিশনে পাঠায়। এরপর অনুসন্ধান শেষে সুব্রত কুমার হালদারসহ ছয় জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।