কক্সবাজার সদর উপজেলায় নুরুল আবছার চেয়ারম্যান নির্বাচিত
- আপডেট সময় : ১২:৫৭:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ মে ২০২৪ ২৩৪ বার পড়া হয়েছে
কক্সবাজার সদর উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হয়েছেন বীর মুক্তিযোদ্ধা ও জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য নুরুল আবছার। বুধবার (৮ মে) ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। কক্সবাজারে সদরে কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় ভোট গ্রহণ সম্পন্ন হয়।
কক্সবাজার পৌরসভা ও পাঁচটি ইউনিয়ন নিয়ে গঠিত কক্সবাজার সদর উপজেলা পরিষদের নির্বাচনে ৮২টি ভোট কেন্দ্রে মোট ২ লাখ ২২ হাজার ৯৯৬ জন ভোটারের মধ্যে ৩০ শতাংশের বেশি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে বলে জানিয়েছেন কক্সবাজার জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নাজিম উদ্দিন।
বেসরকারি ফলাফলে চেয়ারম্যান পদে নুরুল আবছার বিজয়ী হয়েছেন। ৫ ইউনিয়ন (ঝিলংজা, ভারুয়াখালী, খুরুশকুল, চৌফলদন্ডী ও পিএমখালী) ও কক্সবাজার পৌরসভার ৮২টি কেন্দ্রে মোটর সাইকেল প্রতীকে নুরুল আবছার পেয়েছেন ৩৬,৫৩৬ ভোট। আনারস প্রতীক নিয়ে মুজিবুর রহমান পেয়েছেন ২৭,৮০০ ভোট।
নারী ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন রোমানা আকতার। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে রশিদ মিয়া এবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছে।