কক্সবাজারে অভিযানে ১৮ রোহিঙ্গা আটক ও ৩ ভিকটিম উদ্ধার
- আপডেট সময় : ৫৫ বার পড়া হয়েছে
কক্সবাজারে র্যাব-১৫ এর পৃথক অভিযানে ক্যাম্পের বাইরে অবৈধভাবে বসবাসকারী ১৮ রোহিঙ্গাকে আটক ও মানবপাচারের শিকার ৩ জন রোহিঙ্গা ভিকটিমকে উদ্ধার করা হয়েছে।
র্যাব-১৫ সূত্রে জানা যায়, ৯ নভেম্বর রাতে উখিয়া থানাধীন পালংখালী ইউনিয়নের বালুখালী মরা গাছতলা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ক্যাম্পের বাইরে অবৈধভাবে বসবাসকারী ১২ জন পুরুষ ও ৬ জন নারীসহ মোট ১৮ রোহিঙ্গা শরণার্থীকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে উখিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
অন্যদিকে একই রাতে টেকনাফ থানাধীন বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া বড় ডেইল এলাকায় আরেকটি অভিযানে সাগরপথে মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতিকালে ৩ জন রোহিঙ্গা শরণার্থীকে উদ্ধার করে র্যাব। উদ্ধারকৃতদের যাচাই-বাছাই শেষে পরিবার ও সংশ্লিষ্ট ক্যাম্প কর্তৃপক্ষের নিকট হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।
র্যাব-১৫ জানায়, রোহিঙ্গাদের অবৈধভাবে ক্যাম্পের বাইরে অবস্থান ও মানবপাচার প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।















