কচ্ছপিয়ায় যুবদলের পথসভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ৭৮ বার পড়া হয়েছে
কক্সবাজারের রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মৌলভীরকাটা ছালের দোকানের সামনে গতকাল রোববার যুবদলের উদ্যোগে এক পথসভা অনুষ্ঠিত হয়েছে। সভার সভাপতিত্ব করেন কচ্ছপিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি আবু হান্নান।
পথসভায় সঞ্চালনা করেন যুবদলের সাধারণ সম্পাদক সামসুল আলম সাহীন। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী সাবেক সংসদ সদস্য লুৎফুর রহমান কাজলকে ধানের শীষ প্রতীকে বিজয়ী করতে সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সদস্যসচিব তৌহিদুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি নজরুল ইসলাম, রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ডা. শফিক, আব্দুখালেক, টুক্কু, তাতীদলের সাবেক সভাপতি রবি, যুবদলের যুগ্ম সম্পাদক ওসমানসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
পথসভায় স্থানীয় নেতৃবৃন্দ আগামী নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক তৎপরতা জোরদারের ওপর গুরুত্ব আরোপ করেন।














