কটিয়াদীতে পানিতে ডুবে শিশু ইকরার মৃত্যু

- আপডেট সময় : ১১ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জের কটিয়াদীতে পানিতে ডুবে ইকরা (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে বাড়ির পাশে একটি গর্তে ভেসে ওঠা অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ইকরা উপজেলার মসূয়া ইউনিয়নের মুগদিয়া গ্রামে মো. মিজানুর রহমানের মেয়ে।
পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার দুপুর থেকে ইকরাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। বাড়ির চারপাশ ও আশপাশ এলাকায় অনেক খোঁজাখুঁজি করেও না পেয়ে মাইকিং করা হয়। আজ সকালে বাড়ির পাশের গর্তে তার মরদেহ ভেসে ওঠে। স্বজনরা গর্ত থেকে লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।
ইকরার নানা মো. আলম জানান, ইকরা মৃগী রোগে আক্রান্ত ছিলেন। তিনি প্রায়ই চোখের পলকে বাড়ি থেকে বের হয়ে যেতেন। খোঁজাখুঁজির মাধ্যমে তাকে ফেরত আনা হতো। সোমবার হারানোর পরও অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। অবশেষে মঙ্গলবার সকালে বাড়ির পাশের গর্তে তার লাশ পাওয়া যায়।
কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ মো. তরিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তবে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় পারিবারিকভাবে ইকরাকে দাফন করার ব্যবস্থা গ্রহণ করে।