কটিয়াদীতে বিনামূল্যে সার ও বীজ বিতরণ
- আপডেট সময় : ২৯ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জের কটিয়াদীতে ৬১০ জন প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে কটিয়াদী উপজেলা চত্বরে উপজেলা নির্বাহী অফিসার মো. মাঈদুল ইসলাম সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মো. শফিকুল ইসলাম ভুইঞা, অতিরিক্ত কৃষি অফিসার আজহার মাহমুদ, জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো রফিকুল ইসলাম, উপ-সহকারী কৃষি অফিসার মাইনুল ইসলাম প্রমূখ।
২০২৫-২০২৬ অর্থবছরে রবি মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বসতবাড়ীতে চাষযোগ্য শীতকালীন শাকসবজির বীজ সহায়তা ও মাঠে চাষযোগ্য শীতকালীন শাকসবজির বীজ ও সার সহায়তা প্রণোদনা কর্মসূচির আওতায়
২১০ জন কৃষকের মাঝে শসা, ১০০ জনের বেগুন, ৫০ মিষ্টি কুমড়া ও ৫০ জন লাউ এর বীজ বিতরণ করা হয় । ৪১০ জন কৃষকের মাঝে ১০ কেজি ডেপ ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়েছে। বসতবারির আঙিনায় সবজী চাষের জন্য ২০০ জন কৃষকের মাঝে ৭ প্রকার সবজির বীজ বিতরণ করা হয়েছে।





















