ঢাকা ০৭:১০ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫
সংবাদ শিরোনাম ::

কমলাপুর রেলওয়ে স্টেশনে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ৪৫৬ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

 

ঈদ যাত্রায় পুরানো আদলে ফিরেছে কমলাপুর রেলওয়ে স্টেশন। কাকডাকা ভোর থেকে সেখানে লোকের সমাগম বাড়তে থাকে। এক পর্যায়ে স্টেশনের প্রতিটি প্লাটফর্ম যাত্রীতে পূর্ণ হয়ে যায়।

এবারে ঈদযাত্রার শুরু থেকেই প্রতিটি ট্রেন সময় মতো ছেড়ে যায়। যাত্রীরা স্বস্তি নিয়ে বাড়ি পথে রওনা হয়েছে। ঈদযাত্রার ৬ষ্ঠ দিতে কমলাপুর রেলওয়ে স্টেশন ঘরমুখো মানুষের প্রচন্ড ভিড় দেখা দেয়।

বিপুল সংখ্যক যাত্রী চাপে স্টেশনে কোন রকমের বিশৃঙ্খলা এড়াতে নিরাপত্তায় ব্যবস্থায় রেলওয়ে নিরাপত্তা বাহিনী, রেল পুলিশ, আসনার মোতায়েন করা হয়েছে।

ঈদকে সামনে রেখে প্রতি বছরের ন্যায় স্টেশনে র‌্যাবের অস্থায়ী ক্যাম্প রয়েছে। সব মিলিয়ে কোন রকমের ঝামেলা ছাড়াই ঈদ যাত্রা সম্পন্ন করা সম্ভব হবে বলে জানান রেলওয়ে কর্তৃপক্ষ।

বিনা টিকিটের যাত্রীদের ফেরত পাঠাচ্ছেন পুলিশ ও স্কাউটসের কর্মীদের নিয়ে রেলওয়ের চেকিং টিম। যাত্রীর গেটে ঢুকতে দুই দফা চেকিং পার হতে হচ্ছে।

অতিরিক্ত যাত্রী চাপ সামাল দিতে ট্রেন সংখ্যা না বাড়ালেও অতিরিক্ত কোচ যুক্ত করা হচ্ছে।

সোমবার (৮ এপ্রিল) সকাল থেকেই কমলাপুর স্টেশনে কড়া চেকিং পার হয়েই হাজার হাজার যাত্রী স্টেশনে প্রবেশ করতে দেখা যাচ্ছে। যাত্রীর চাপ বেশি থাকলেও টিকিট বিহীন কোন কেউ প্রবেশ করতে না পারায় স্টেশনে স্বস্তি রয়েছে যাত্রীরা।

সকাল ৬ টা থেকে কমলাপুর রেলস্টেশন থেকে সকাল সাড়ে ৭টা পর্যন্ত ছেড়ে গেছে ২০টি ট্রেন। এছাড়াও ৪২টি আন্তঃনগর, লোকাল-কমিউটার ২৫টি ট্রেন ও ২টি স্পেশাল ট্রেন ঢাকা অঞ্চলের তিন স্টেশন থেকে ছেড়ে যাবে।

তিনি বলেন, আজ দু-একটি ট্রেন কিছু সময়ের জন্যে দেরি হচ্ছে কিন্তু কোনো শিডিউল বিপর্যয় কিংবা ট্রেন বিলম্বের ঘটনা ঘটেনি। সকাল থেকে এ পর্যন্ত ২০টি ট্রেন যথাসময়ে ছেড়ে গিয়েছে।

চাঁদ দেখার ওপর নির্ভর করে ১০, ১১ ও ১২ এপ্রিলের টিকিট বিক্রি হবে। যাত্রীদের অনুরোধে ২৫ শতাংশ টিকিট যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে পাওয়া যাবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কমলাপুর রেলওয়ে স্টেশনে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়

আপডেট সময় :

 

ঈদ যাত্রায় পুরানো আদলে ফিরেছে কমলাপুর রেলওয়ে স্টেশন। কাকডাকা ভোর থেকে সেখানে লোকের সমাগম বাড়তে থাকে। এক পর্যায়ে স্টেশনের প্রতিটি প্লাটফর্ম যাত্রীতে পূর্ণ হয়ে যায়।

এবারে ঈদযাত্রার শুরু থেকেই প্রতিটি ট্রেন সময় মতো ছেড়ে যায়। যাত্রীরা স্বস্তি নিয়ে বাড়ি পথে রওনা হয়েছে। ঈদযাত্রার ৬ষ্ঠ দিতে কমলাপুর রেলওয়ে স্টেশন ঘরমুখো মানুষের প্রচন্ড ভিড় দেখা দেয়।

বিপুল সংখ্যক যাত্রী চাপে স্টেশনে কোন রকমের বিশৃঙ্খলা এড়াতে নিরাপত্তায় ব্যবস্থায় রেলওয়ে নিরাপত্তা বাহিনী, রেল পুলিশ, আসনার মোতায়েন করা হয়েছে।

ঈদকে সামনে রেখে প্রতি বছরের ন্যায় স্টেশনে র‌্যাবের অস্থায়ী ক্যাম্প রয়েছে। সব মিলিয়ে কোন রকমের ঝামেলা ছাড়াই ঈদ যাত্রা সম্পন্ন করা সম্ভব হবে বলে জানান রেলওয়ে কর্তৃপক্ষ।

বিনা টিকিটের যাত্রীদের ফেরত পাঠাচ্ছেন পুলিশ ও স্কাউটসের কর্মীদের নিয়ে রেলওয়ের চেকিং টিম। যাত্রীর গেটে ঢুকতে দুই দফা চেকিং পার হতে হচ্ছে।

অতিরিক্ত যাত্রী চাপ সামাল দিতে ট্রেন সংখ্যা না বাড়ালেও অতিরিক্ত কোচ যুক্ত করা হচ্ছে।

সোমবার (৮ এপ্রিল) সকাল থেকেই কমলাপুর স্টেশনে কড়া চেকিং পার হয়েই হাজার হাজার যাত্রী স্টেশনে প্রবেশ করতে দেখা যাচ্ছে। যাত্রীর চাপ বেশি থাকলেও টিকিট বিহীন কোন কেউ প্রবেশ করতে না পারায় স্টেশনে স্বস্তি রয়েছে যাত্রীরা।

সকাল ৬ টা থেকে কমলাপুর রেলস্টেশন থেকে সকাল সাড়ে ৭টা পর্যন্ত ছেড়ে গেছে ২০টি ট্রেন। এছাড়াও ৪২টি আন্তঃনগর, লোকাল-কমিউটার ২৫টি ট্রেন ও ২টি স্পেশাল ট্রেন ঢাকা অঞ্চলের তিন স্টেশন থেকে ছেড়ে যাবে।

তিনি বলেন, আজ দু-একটি ট্রেন কিছু সময়ের জন্যে দেরি হচ্ছে কিন্তু কোনো শিডিউল বিপর্যয় কিংবা ট্রেন বিলম্বের ঘটনা ঘটেনি। সকাল থেকে এ পর্যন্ত ২০টি ট্রেন যথাসময়ে ছেড়ে গিয়েছে।

চাঁদ দেখার ওপর নির্ভর করে ১০, ১১ ও ১২ এপ্রিলের টিকিট বিক্রি হবে। যাত্রীদের অনুরোধে ২৫ শতাংশ টিকিট যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে পাওয়া যাবে।