ঢাকা ০৬:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫

কর্মবিরতিতে পল্লী বিদ্যুৎ সমিতির ৪০ হাজার কর্মকর্তা ও কর্মচারী

গণমুক্তি রিপোর্ট
  • আপডেট সময় : ১০:৫৪:০১ পূর্বাহ্ন, রবিবার, ৫ মে ২০২৪ ১৯৫ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

 

দেশজুড়ে কর্মবিরতিতে পল্লী বিদ্যুৎ সমিতির ৪০ হাজার কর্মকর্তা ও কর্মচারী কর্মবিরতি পালন করছেন। বৈষম্য দূরীকরণ এবং অভিন্ন চাকরিবিধি বাস্তবায়নের দাবিতে রোববার ( মে) থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি রয়েছেন তারা।

রোববার (৫ মে) সকাল থেকে ৮০টি পল্লী বিদ্যুত সমিতির সদর দপ্তরের সামনে এই কর্মসূচি পালন করা হচ্ছে।

সমিতির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের প্রত্যন্ত এলাকায় বিদ্যুৎ সরবরাহের কাজে নিয়োজিত কর্মীরা একই প্রতিষ্ঠানে চাকরি করলেও পদ-পদবি, বেতন-ভাতা, বোনাসসহ পদোন্নতির ক্ষেত্রে চরম বৈষম্যের শিকার হয়ে আসছেন।

পল্লী বিদ্যুতায়ন বোর্ডের দৈত্ব নীতির কারণে বিভিন্ন সুযোগ সুবিধা হতে বঞ্চিত হচ্ছে দেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির প্রায় ৪০ হাজার কর্মকর্তা-কর্মচারী।

সমিতির কর্মকর্তা কর্মচারীরা বিভিন্ন সময় গণস্বাক্ষর সংগ্রহ, বোর্ডের চেয়ারম্যানের কাছে স্মারকলিপি প্রদানসহ নিয়মতান্ত্রিকভাবেই তাদের দাবি দাওয়া বাস্তবায়নে চেষ্টা করে আসছে। কিন্তু সমিতির নিয়ন্ত্রকের ভূমিকায় থাকা পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বিআরইবি) তাদের দাবি না মেনে বরং উল্টো প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ভোলা পবিসের দুইজন এজিএমকে সাময়িক বরখাস্ত, দুইজন এজিএমকে স্ট্যান্ড রিলিজ করে অন্য পিবিএসে বদলি এবং সিরাজগঞ্জ পবিস-২ এর ২ জন এজিএমকে বোর্ডে সংযুক্ত করে। এতে ৮০টি পবিসের প্রায় ৪০ হাজার কর্মকর্তা ও কর্মচারী চরমভাবে ক্ষুব্ধ হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কর্মবিরতিতে পল্লী বিদ্যুৎ সমিতির ৪০ হাজার কর্মকর্তা ও কর্মচারী

আপডেট সময় : ১০:৫৪:০১ পূর্বাহ্ন, রবিবার, ৫ মে ২০২৪

 

দেশজুড়ে কর্মবিরতিতে পল্লী বিদ্যুৎ সমিতির ৪০ হাজার কর্মকর্তা ও কর্মচারী কর্মবিরতি পালন করছেন। বৈষম্য দূরীকরণ এবং অভিন্ন চাকরিবিধি বাস্তবায়নের দাবিতে রোববার ( মে) থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি রয়েছেন তারা।

রোববার (৫ মে) সকাল থেকে ৮০টি পল্লী বিদ্যুত সমিতির সদর দপ্তরের সামনে এই কর্মসূচি পালন করা হচ্ছে।

সমিতির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের প্রত্যন্ত এলাকায় বিদ্যুৎ সরবরাহের কাজে নিয়োজিত কর্মীরা একই প্রতিষ্ঠানে চাকরি করলেও পদ-পদবি, বেতন-ভাতা, বোনাসসহ পদোন্নতির ক্ষেত্রে চরম বৈষম্যের শিকার হয়ে আসছেন।

পল্লী বিদ্যুতায়ন বোর্ডের দৈত্ব নীতির কারণে বিভিন্ন সুযোগ সুবিধা হতে বঞ্চিত হচ্ছে দেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির প্রায় ৪০ হাজার কর্মকর্তা-কর্মচারী।

সমিতির কর্মকর্তা কর্মচারীরা বিভিন্ন সময় গণস্বাক্ষর সংগ্রহ, বোর্ডের চেয়ারম্যানের কাছে স্মারকলিপি প্রদানসহ নিয়মতান্ত্রিকভাবেই তাদের দাবি দাওয়া বাস্তবায়নে চেষ্টা করে আসছে। কিন্তু সমিতির নিয়ন্ত্রকের ভূমিকায় থাকা পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বিআরইবি) তাদের দাবি না মেনে বরং উল্টো প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ভোলা পবিসের দুইজন এজিএমকে সাময়িক বরখাস্ত, দুইজন এজিএমকে স্ট্যান্ড রিলিজ করে অন্য পিবিএসে বদলি এবং সিরাজগঞ্জ পবিস-২ এর ২ জন এজিএমকে বোর্ডে সংযুক্ত করে। এতে ৮০টি পবিসের প্রায় ৪০ হাজার কর্মকর্তা ও কর্মচারী চরমভাবে ক্ষুব্ধ হয়।