সংবাদ শিরোনাম ::
কাঁঠালিয়ায় সেবাশ্রমে ভক্ত সমাবেশ শুরু
কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
- আপডেট সময় : ৪২ বার পড়া হয়েছে
ঝালকাঠির কাঁঠালিয়ায় ৩০তম শ্রীমৎ আচার্য্য বিবেকানন্দ গুরুপুজা গুরুলীলা ও ভক্ত সমাবেশ আজ বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুরু হবে।
শ্রীমৎ আচার্য্য বিবেকানন্দ গোস্বামীর (এম,এ (ট্রিপল) সপ্ততীর্থ) প্রতিষ্ঠিত বাংলাদেশ সেবাশ্রমে চারদিন ব্যাপি এ সমাবেশ অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠান পরিচালনা করবেন ডাঃ দিলীপ চন্দ্র হাওলাদার, কৃষ্ণা রানী হাওলাদার ও প্রধান শিক্ষক রেবা রানী মন্ডল।
ত্রিসন্ধ্যা গায়ত্রী জপ দিয়ে শুরু হয়ে গুরু বন্দনা,গুরুপুজা, গীতা পাঠ, ভজন সংগীত, গুরুদেবের জীবনী আলোকে আলোচনা, নগর পরিক্রমা, গুরুদেবের স্মান, অষ্টসখীর আরতী কীর্ত্তন ও মহাপ্রসাদবিতরণের মধ্যে দিয়ে আগামী রোববার অনুষ্ঠান সম্পন্ন হবে।
আশ্রম কমিটির সভাপতি সহকারি অধ্যাপক পবিত্র হাওলাদার ও সাধারন সম্পাদক ডাঃ অসীম সমদ্দার জানান, দেশের হাজার হাজার ভক্তবৃন্দ উৎসবে অংশ নিবেন।




















