কাশিমপুর থানার আয়োজনে ওপেন হাউজ ডে ২০২৫ অনুষ্ঠিত

- আপডেট সময় : ১০১ বার পড়া হয়েছে
আমার পুলিশ, আমার দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” — এই স্লোগানকে সামনে রেখে গাজীপুর মহানগরের কাশিমপুরে অনুষ্ঠিত হয়েছে ওপেন হাউজ ডে-২০২৫।
গত বৃহস্পতিবার সকাল ১১টায় কাশিমপুর থানা পুলিশ প্রশাসনের আয়োজনে থানা সংলগ্ন সারদাগঞ্জ এলাকায় এ অনুষ্ঠান হয়। এতে পুলিশ প্রশাসন স্থানীয়দের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং সমাধানের আশ্বাস দেন।
অনুষ্ঠানে বিশেষভাবে যানজট, ডাকাতি-ছিনতাই, মাদক, আবাসিক হোটেলের অনিয়ম, কিশোর গ্যাং আতঙ্কসহ নানা অপরাধ, অনিয়ম ও দুর্নীতির সমস্যা তুলে ধরা হয় এবং এর সমাধান নিয়ে আলোচনা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ), জিএমপি, গাজীপুর মোহাম্মদ জাহিদুল ইসলাম।
সভাপতিত্ব করেন উপ-পুলিশ কমিশনার (অপরাধ উত্তর বিভাগ), জিএমপি, রবিউল হাসান।
বিশেষ অতিথি ছিলেন সহকারী পুলিশ কমিশনার (কাশিমপুর কোনাবাড়ী জোন), জিএমপি, আবু নাসের আল আমিন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কাশিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির কাশিমপুর থানা শাখার সভাপতি আলী হোসেন, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এনায়েত হোসেন মোল্লা, গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক কে এম হাফিজুর রহমান রাজু, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোস্তফা মিয়া ও সাধারণ সম্পাদক রাজ্জাক রাজুসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী বাংলাদেশের কাশিমপুর থানা শাখার সাধারণ সম্পাদক নুরুজ্জামান ফকির, ইসলামী আন্দোলন বাংলাদেশের কাশিমপুর সভাপতি রাইসুল ইসলাম, জাতীয় নাগরিক পার্টি ও যুব অধিকার পরিষদের নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি।
এছাড়াও উপস্থিত ছিলেন কাশিমপুর থানা প্রেসক্লাবের সভাপতি হাসান সরকার, কাশিমপুর প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম।
সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ জামাল আহম্মেদ (চ্যানেল এস ও দৈনিক জনবানী), প্রতিনিধি ইউসুফ আহমেদ তুষার (দৈনিক নবচেতনা), আরমান হোসেন (রাজধানী টিভি), আল মুনসুর (এটিএন এমসিএল), সাহরাব উদ্দিন মন্ডল (দৈনিক ঘোষণা) হাসমত (সকালের সময়)সহ অন্যান্য প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং স্থানীয় জনসাধারণ।
অনুষ্ঠানে উপ-পুলিশ কমিশনার (অপরাধ উত্তর বিভাগ) রবিউল হাসান বলেন,
স্থানীয় সর্বস্তরের মানুষের সকল অভিযোগ ও সমস্যার কথা শুনেছি। আমরা এসব সমস্যার সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।”
কাশিমপুর থানার ওসি মনিরুজ্জামান বলেন, আইন-শৃঙ্খলা রক্ষা ও সকল অপরাধ-অসংগতি নিরসনে স্থানীয় জনগণের সহযোগিতা অপরিহার্য।”