কিশোরগঞ্জে মাদক ব্যবসায়ী আওয়ামী লীগ নেতার নেতৃত্বে বাড়ি ঘরে হামলা ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

- আপডেট সময় : ২৫৮ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জে মাদক ব্যবসায়ী আওয়ামী লীগ নেতা হোসেন মিয়া ও তার সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে কথা বলায় বাড়ি ঘরে হামলা, ভাংচুর, লুটপাট ও হত্যার হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী নারী ও পরিবার। আজ শুক্রবার সকালে সদর উপজেলার বিন্নাটি ইউনিয়নের কুট্টাঘর এলাকায় ভুক্তভোগীর বাড়িতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
এসময় লিখিত অভিযোগে ভুক্তভোগী নারী শরীফা আক্তার ও তার স্বামী দুলাল মিয়া বলেন, এলাকার মাদক ব্যবসায়ী আওয়ামী লীগ নেতা হোসেন মিয়া দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা করে আসছে। এর প্রতিবাদ করায় আমাদের বাড়ি ঘরে হামলা চালিয়ে লুটপাট করে। স্থানীয় ভাবে এই সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচার চাইতে গেলে বিন্নাটি ইউনিয়ন বিএনপি’র সভাপতি ইব্রাহিম মোল্লা মাদক ব্যবসায়ী হোসেন মিয়ার পক্ষ নেই। এ ব্যাপারে সদর মডেল থানায় মামলা করতে গেলেও বিএনপির সভাপতির প্রভাবে মামলা নেয়নি পুলিশ। একইসাথে আমাদের হত্যার হুমকি দিচ্ছে। সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।