ঢাকা ০৯:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫

কুড়িগ্রামে ব্রহ্মপুত্র নদে গোসল করতে গিয়ে ৪ শিশু নিখোঁজ:

কুড়িগ্রাম জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ১৭৬ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

 

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় ব্রহ্মপুত্র নদের শাখায় গোসলে নেমে চার শিশু নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। বুধবার (১১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার নারায়ণপুর ইউনিয়নের ব্রহ্মপুত্র নদের শাখা নদীতে এ ঘটনা ঘটে।

কচাকাটা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিশ্বজিৎ রায় ও নারায়ণপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান নিখোঁজ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিখোঁজ চার শিশু ওই ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বাঘমারা গ্রামের আলম মিয়ার ছেলে জুয়েল, অষ্টাশির চর গ্রামের নজরুল ইসলামের ছেলে নাজমুল হোসেন, আহাদ আলীর দুই সন্তান আঁখি খাতুন ও আতিক হোসেন।

নিখোঁজ চার শিশু স্থানীয় ডা. মনির উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।

জুয়েলের চাচাতো ভাই আলাল উদ্দিন বলেন, বুধবার দুপুরে স্কুল ছুটির পর পাচঁজন মিলে গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া ব্রহ্মপত্র নদের শাখায় গোসল করতে নামে। এদের মধ্যে একজন পাড়ে উঠতে পারলেও অপর চারজন স্রোতের টানে ডুবে যায়। খবর পেয়ে গ্রামের সবাই মিলে তাদের খোঁজাখুজি করেও পাওয়া যায়নি। আমি নিজেও পানিতে নেমে খুঁজেছি। রাত হয়ে যাওয়ায় তাদেরকে খোঁজা বন্ধ রাখা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার ফায়ার সার্ভিসের ডুবুরি দল আসার কথা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কুড়িগ্রামে ব্রহ্মপুত্র নদে গোসল করতে গিয়ে ৪ শিশু নিখোঁজ:

আপডেট সময় :

 

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় ব্রহ্মপুত্র নদের শাখায় গোসলে নেমে চার শিশু নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। বুধবার (১১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার নারায়ণপুর ইউনিয়নের ব্রহ্মপুত্র নদের শাখা নদীতে এ ঘটনা ঘটে।

কচাকাটা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিশ্বজিৎ রায় ও নারায়ণপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান নিখোঁজ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিখোঁজ চার শিশু ওই ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বাঘমারা গ্রামের আলম মিয়ার ছেলে জুয়েল, অষ্টাশির চর গ্রামের নজরুল ইসলামের ছেলে নাজমুল হোসেন, আহাদ আলীর দুই সন্তান আঁখি খাতুন ও আতিক হোসেন।

নিখোঁজ চার শিশু স্থানীয় ডা. মনির উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।

জুয়েলের চাচাতো ভাই আলাল উদ্দিন বলেন, বুধবার দুপুরে স্কুল ছুটির পর পাচঁজন মিলে গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া ব্রহ্মপত্র নদের শাখায় গোসল করতে নামে। এদের মধ্যে একজন পাড়ে উঠতে পারলেও অপর চারজন স্রোতের টানে ডুবে যায়। খবর পেয়ে গ্রামের সবাই মিলে তাদের খোঁজাখুজি করেও পাওয়া যায়নি। আমি নিজেও পানিতে নেমে খুঁজেছি। রাত হয়ে যাওয়ায় তাদেরকে খোঁজা বন্ধ রাখা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার ফায়ার সার্ভিসের ডুবুরি দল আসার কথা রয়েছে।