কুড়িগ্রামে শিশু অধিকার বিষয়ক প্রচারাভিযানের অংশ হিসেবে সমাবেশ অনুষ্ঠিত
- আপডেট সময় : ৮৯ বার পড়া হয়েছে
শিশু অধিকার জানি,অন্যকে জানাই এ প্রতিপাদ্যে কুড়িগ্রামে শিশু অধিকার বিষয়ক প্রচারাভিযানের অংশ হিসেবে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে । গতকাল জেলা সদরের চাকেন্দা খাঁনপাড়া উচ্চবিদ্যালয় মাঠে গুডনেইবারস বাংলাদেশ এ সমাবেশের আয়োজন করে । এসময় বক্তব্য রাখেন সদর উপজেলা শিক্ষা অফিসার এম শফিকুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আজগর আলি, যাত্রাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গফুর, গুডনেইবারস বাংলাদেশ এর ম্যানেজার রোমিও রতন গোমেজ , চাকেন্দা খান পাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম,সহকারি শিক্ষক কুঞ্জ বিহারি রায়, কুড়িগ্রাম সিডিপির কর্মকর্তা বাবু মন্ডল,যাত্রাপুর সমবায় সমিতির সভাপতি নিশিতা আক্তার নাজমা প্রমুখ । আলোচনা শেষে শিশু অধিকার বিষয়ে উদ্বুদ্ধকরনের উপর নাটিকা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এর আয়োজন করা হয় ্এবং শিশুদের মাঝে বৃক্ষের চারা বিতরণ করা হয় । অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের ৪ শতাধিক ছাত্র-ছাত্রী ও অবিভাবক অংশ নেয় ।

















