কুমিল্লায় ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ বাতিল দাবিতে মানববন্ধন
- আপডেট সময় : ১১০ বার পড়া হয়েছে
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; module: video; hw-remosaic: false; touch: (-1.0, -1.0); sceneMode: 0; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 182.3472; aec_lux_index: 0; albedo: ; confidence: ; motionLevel: -1; weatherinfo: null; temperature: 42;
ইসলামী ব্যাংকসহ ব্যাংকিং সেক্টরে বিশেষ অঞ্চলের একচ্ছত্র অবৈধ নিয়োগ বাতিল, মেধাভিত্তিক নিয়োগ প্রদান এবং বিদেশে পাচারকৃত অর্থ ফেরতের দাবিতে কুমিল্লায় মানববন্ধন করেছে গ্রাহকরা হয়েছে।
আজ সোমবার (৬ অক্টোবর) সকালে ইসলামী ব্যাংক কুমিল্লা প্রধান শাখার সামনে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম ও বৈষম্যবিরোধী চাকুরী প্রত্যাশী পরিষদ ব্যানের এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। একই সময় ব্যাংকের চকবাজার, পদুয়ার বাজার ও ক্যান্টনমেন্টসহ জেলার বিভিন্ন শাখার সামনে এই কর্মসূচি পালন করা হয়।
কুমিল্লা শাখার সামেন মানববন্ধনে বক্তরা বলেন, এস আলম গ্রুপ-সংশ্লিষ্ট ব্যবস্থাপনায় কোনো বিজ্ঞপ্তি বা পরীক্ষা ছাড়াই ৮ হাজার ৩৪০ জনের অবৈধভাবে নিয়োগে বিপর্যয়ের মুখে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি (আইবিবিএল)। তাদের মধ্যে ছিল অনেকেরই ভুয়া সার্টিফিকেট। এতে ব্যাংকটির সেবার মান ও নিরাপত্তা হুমকির মুখে ফেলেছে। অনিয়ম করে এসব অদক্ষ ও অর্ধশিক্ষিত কর্মীর জন্য প্রতি বছর ১৫০০ কোটি টাকারও বেশি আর্থিক ক্ষতি হয়েছে ব্যাংকটির।
এ ছাড়াও মোটা অঙ্কের অর্থের বিনিময়ে পানের দোকানদার, গৃহকর্মী, অটোরিকশাচালক, রাজমিস্ত্রির সহকারী এবং রংমিস্ত্রিসহ বিভিন্ন শ্রেণির ব্যক্তিকে এই বিশাল সংখ্যক নিয়োগ দেয়া হয়েছিল। এসব নিয়োগে কয়েকশ’ কোটি টাকার অনিয়ম ঘটেছে বলেও দাবি করা হয়।
চকবাজার শাখার গ্রাহকরা ব্যাংক কর্মকর্তাদের সতর্ক করে বলেন, অবিলম্বে এসব অবৈধ নিয়োগ বাতিল করে সারা দেশে মেধাভিত্তিক নিয়োগ নিশ্চিত না করলে গ্রাহকরা একে একে ইসলামী ব্যাংক থেকে মুখ ফিরিয়ে নেবে। সুতরাং ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ বাতিল ও সারা দেশ থেকে মেধা যাচাইয়ের মাধ্যমে সৎ ও যোগ্য প্রার্থী নিয়োগের জন্য জোর দাবী জানান।
বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের কুমিল্লা শাখার আহ্বায়ক নুরে আলম বাবু, সদস্য সচিব খালেদ হোসেন মজুমদার, সদস্য আমান উল্লাহ, মোজাম্মেল হক ফয়সাল, সাইফুল আলম ও মহিবুর রহমান, চকবাজার শাখার গ্রাহক ফোরামের সদস্য কামাল উদ্দিন, সাদেকুল ইসলাম, সাইফুল ইসলাম, পদুয়ার বাজার শাখার বৈষম্যবিরোধী চাকুরী প্রত্যাশী পরিষদের কামরুল হাসন, মোতাহের আলম ও জাহাঙ্গীর হোসেন প্রমুখ।




















