সংবাদ শিরোনাম ::
কুমিল্লায় ছেলের ঘরে মায়ের রক্তাক্ত মরদেহ
মহিউদ্দীন আকাশ, কুমিল্লা
- আপডেট সময় : ০৪:১৫:৪২ অপরাহ্ন, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪ ১৯৮ বার পড়া হয়েছে
কুমিল্লায় ছেলের ঘর থেকে মায়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ছেলে তার মাকে হত্যার অভিযোগ ওঠেছে। মঙ্গলবার রাতের কোন এক সময় এ হত্যার ঘটনা। বুধবার (১৭ এপ্রিল) বেলা ১১ টা নাগাদ রায়জুলের নেসার (৬৫) মরদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ ছেলে আবুল হোসোনকে (৪৫) আটক করেছে ।
কুমিল্লার হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন জানান, নিলখী ইউনিয়নের লালবাগ এলাকার মৃত চাঁদ মিয়ার স্ত্রী বৃদ্ধ রায়জুলের নেসা। ছেলে আবুল হোসেন মাকে নিয়ে একাই ঘরে থাকতেন। মঙ্গলবার রাতেও সে তার মায়ের সঙ্গেই ছিলেন।
এই রাতে কেউ একজন মা রায়জুলের নেসার মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে সে মারা যায়। মরদেহ উদ্ধারকালে ছেলে আবুল হোসেন ঘরেই ছিলেন। পুলিশ তাকে আটক করে।
ওসি জয়নাল আবেদীন বলেন, রাতে ছেলে তার মায়ের সঙ্গেই ছিল। তদন্তের স্বার্থে তাকে আটক করা হয়েছে।