কেশবপুর ভিন্নধর্মী উদ্যোগ বৌমা-শাশুড়ি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে

- আপডেট সময় : ১২৩ বার পড়া হয়েছে
যশোরের কেশবপুর উপজেলার গৌরীঘোনা ইউনিয়ন বিএনপির উদ্যোগে বৌমা-শাশুড়ি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৫ জানুয়ারি গত শনিবার বিকালে ইউনিয়নের গৌরীঘোনা মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। যশোর জেলা মহিলা দলের যুগ্ম সম্পাদক নাজমা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে এই ঐতিহ্যবাহী বৌমা-শাশুড়ি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবুল হোসেন আজাদের সহধর্মিনী রেহেনা আজাদ। অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন এখনও পর্যন্ত আমরা কুসংস্কারের ভিতরে আছি, কারণ একজন মেয়ে বিয়ের পর যখন স্বামীর গৃহে যায় তখন স্বামীর পরিবার তার পরিবার হয়ে যায়। কিন্তু সেই পরিবারকে ভাঙার জন্য মেয়ে সহ তার পরিবার উঠে পড়ে লাগে।
কিন্তু মেয়ের পরিবার একটুও ভাবে না যে,কত কষ্ট করে ছেলে বড় করে লেখা পড়া শিখিয়ে চাকুরী অথবা ব্যবসা ধরিয়ে ছেলেটাকে প্রতিষ্ঠিত করতে হয়। তারা যদি একটু ভালো মানসিকতা নিয়ে ভাবে মেয়ের সংসার কে সুন্দর ভাবে গড়তে হবে তাহলে কিন্তু গৃহ বিবাদ টা বাঁধে না। মেয়ের পরিবার তখন বুঝতে পারে যখন তারদের সংসারে তেমনি একজন গৃহবধূর আগমন হয়। তাই আমরা এমনই একটি উদ্যোগ গ্রহণ করেছি আগামীতে যাতে কোন সংসারে গৃহ বিবাদ না ঘটে।কথায় আছে না সংসার সুখের হয় রমণীর গুণে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গৌরীঘোনা ইউনিয়ন বিএনপির সভাপতি মাহমুদুল হাসান, সাধারণ সম্পাদক আব্দুল গফ্ফার এবং সাংগঠনিক সম্পাদক রুবেল হাসনাত পাশা। এছাড়া বক্তব্য দেন থানা মহিলা দলের নেত্রী রুবিয়া খাতুন, শাহানারা খাতুনসহ আরও অনেকে।