কেশবপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
- আপডেট সময় : ৫৮ বার পড়া হয়েছে
যশোরের কেশবপুরে ‘শিক্ষকতা পেশা: মিলিত প্রচেষ্টার দীপ্তি” প্রতিপাদ্য সামনে রেখে বিশ্ব শিক্ষক দিবস-২০২৫ পালন উপলক্ষে আলোচনা সভা ও র্যালী বের করা হয়। এ উপলক্ষে আজ রোববার দিকে কেশবপুর বিশ্ব শিক্ষক দিবস উৎযাপন কমিটির উদ্যোগে উপজেলা চত্বর থেকে পৌর শহরে একটি র্যালী বের শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করা হয়। র্যালী শেষে স্থানীয় কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অডিটেরায়িমে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ ফিরোজ আহম্মেদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রেকসোনা খাতুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুর রব, আলোচনা সভায় বক্তব্য রাখেন, কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অদাক্ষ আব্দুল মান্নান, কেশবপুর সরকারি ডিগ্রী কলেজের প্রভাষক আব্দুল হান্নান, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ শাহীনুর রহমান, কেশবপুর পাইলটমাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আব্দুস সালাম ও মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী প্রাপ্তি প্রমুখ।





















