ঢাকা ১২:৪৫ অপরাহ্ন, রবিবার, ০৯ নভেম্বর ২০২৫

কোম্পানীগঞ্জে গ্যাস লাইনের লিকেজে বিস্ফোরণ শিশুসহ একই পরিবারের দগ্ধ ৪

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি
  • আপডেট সময় : ১০৯ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভায় একটি আবাসিক বাসায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ৪ জন দগ্ধ হওয়ার ঘটনা ঘটেছে। দগ্ধদের মধ্যে দু’জন শিশু ও তাদের মা-বাবা।
বুধবার রাত সাড়ে ৮টার দিকে বসুরহাট পৌরসভার ৮নং ওয়ার্ডে ইদ্রিসিয়া সড়কের রাহাত মঞ্জিলের ২য় তলায় এ ঘটনা ঘটে। দগ্ধদেরকে প্রথমে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে ও ঢাকার জাতীয় বার্ণ অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে প্রেরণ করা হয়েছে।
আহতরা হলেন, কুমুদ নাথ (৪৪), তার স্ত্রী সবিতা রানী নাথ (৩২), শিশু কন্যা ওদ্রিবা (৮) ও ছেলে তূর্য (৩)। একটি ঔষধ কোম্পানীতে চাকুরীরত কুমুদ ওই বাসায় পরিবার নিয়ে ভাড়া থাকেন।
স্থানীয় ও এলাকাবাসী সূত্রে জানা যায়, রান্না ঘরের লাইনের গ্যাসের চুলার সুইজ খোলা থাকায় গ্যাস লিকেজে পুরো ঘরে গ্যাস জমে থাকে। এসময় ওই বাসার একটি কক্ষের মেঝেতে প্রদীপ জ্বালাতে গেলে গ্যাসে বিষ্ফোরণ ঘটে। এসময় ওই পরিবারে দু’শিশুসহ তাদের মা-বাবা দগ্ধ হয়ে গুরুতর আহত হয়। বিষ্ফোরণে ওই বাসার একটি ওয়ালের কিয়দংশ ও জানালার থাইগ্লাসগুলো চুর্ণবিচুর্ণ হয়ে উড়ে যায়। বিষ্ফোরণের বিকট আওয়াজে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সংবাদ পেয়ে কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিস দ্রুত উদ্ধার অভিযান চালায়।
কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিসের টীম লিডার আবদুল মালেক বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বাসায় রান্না ঘরের গ্যাসের চুলায় গ্যাস লাইনের লিকেজ থেকে বদ্ধ ঘরে জমে থাকা গ্যাসের আগুনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনাটি ঘটে। তবে তদন্তের পর সঠিক কারণ জানা যাবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কোম্পানীগঞ্জে গ্যাস লাইনের লিকেজে বিস্ফোরণ শিশুসহ একই পরিবারের দগ্ধ ৪

আপডেট সময় :

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভায় একটি আবাসিক বাসায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ৪ জন দগ্ধ হওয়ার ঘটনা ঘটেছে। দগ্ধদের মধ্যে দু’জন শিশু ও তাদের মা-বাবা।
বুধবার রাত সাড়ে ৮টার দিকে বসুরহাট পৌরসভার ৮নং ওয়ার্ডে ইদ্রিসিয়া সড়কের রাহাত মঞ্জিলের ২য় তলায় এ ঘটনা ঘটে। দগ্ধদেরকে প্রথমে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে ও ঢাকার জাতীয় বার্ণ অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে প্রেরণ করা হয়েছে।
আহতরা হলেন, কুমুদ নাথ (৪৪), তার স্ত্রী সবিতা রানী নাথ (৩২), শিশু কন্যা ওদ্রিবা (৮) ও ছেলে তূর্য (৩)। একটি ঔষধ কোম্পানীতে চাকুরীরত কুমুদ ওই বাসায় পরিবার নিয়ে ভাড়া থাকেন।
স্থানীয় ও এলাকাবাসী সূত্রে জানা যায়, রান্না ঘরের লাইনের গ্যাসের চুলার সুইজ খোলা থাকায় গ্যাস লিকেজে পুরো ঘরে গ্যাস জমে থাকে। এসময় ওই বাসার একটি কক্ষের মেঝেতে প্রদীপ জ্বালাতে গেলে গ্যাসে বিষ্ফোরণ ঘটে। এসময় ওই পরিবারে দু’শিশুসহ তাদের মা-বাবা দগ্ধ হয়ে গুরুতর আহত হয়। বিষ্ফোরণে ওই বাসার একটি ওয়ালের কিয়দংশ ও জানালার থাইগ্লাসগুলো চুর্ণবিচুর্ণ হয়ে উড়ে যায়। বিষ্ফোরণের বিকট আওয়াজে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সংবাদ পেয়ে কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিস দ্রুত উদ্ধার অভিযান চালায়।
কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিসের টীম লিডার আবদুল মালেক বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বাসায় রান্না ঘরের গ্যাসের চুলায় গ্যাস লাইনের লিকেজ থেকে বদ্ধ ঘরে জমে থাকা গ্যাসের আগুনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনাটি ঘটে। তবে তদন্তের পর সঠিক কারণ জানা যাবে।