কোম্পানীগঞ্জে চাঁদা না দেয়ায় মৎস ব্যবসায়ীর ঘের কেটে দেয়ার অভিযোগ
- আপডেট সময় : ৮২ বার পড়া হয়েছে
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় চরএলাহী ইউনিয়নের গাংচিলে মৎস পোনা ব্যবসায়ীর চাষের পুকুরে পাড় কেটে দিয়ে দশ লাখ টাকার ক্ষতির অভিযোগ উঠেছে। এনিয়ে মঙ্গলবার সন্ধ্যায় ক্ষতিগ্রস্থ মৎস পোনা ব্যাবসায়ী গাংচিল গ্রামের হজল হকের ছেলে মো. হান্নান বাদী হয়ে ৪ জনকে আসামী করে কোম্পানীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন।
অভিযুক্তরা হলেন, চরএলাহী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের আবদুস সুবহানের ছেলে মোজাম্মেল (৪৫), মো. ইসমাইল (৩৫), আক্কাস মাঝির ছেলে মো. জামাল(৫০), মোহাম্মদ আলী(২৬)সহ অজ্ঞাত ৫-৬ জন।
অভিযোগ সুত্রে জানা যায়, মৎস পোনা ব্যবসায়ী হান্নান নিজ মালিকীয় পুকুরে মাছের পোনা চাষ ও ব্যবসা করে জীবিকা নির্বাহ করে আসছেন। ৭ জুলাই একই এলাকার ইসমাইল পোনা ব্যবসায়ী হান্নানের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। দাবিকৃত চাঁদা না দেয়ায় ইসমাইল ও তার সহযোগী মো. জামাল, মোহাম্মদ আলী, মোজাম্মেলসহ ৫-৬ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্র, গাছের লাঠি, রামদা, কিরিচসহ হান্নান, মিল্লাত, মো.রাকিব, মো. কালামের পুকুরের পাড় কেটে দেয়। এতে তাদের পুকুরে থাকা ১০ লাখ টাকার মাছের পোনা ও মাছ চলে যায়। পরে ১১ জুলাই স্থানীয় গন্যমাণ্য ব্যক্তিদের সামনে বিষয়টি জিজ্ঞেস করলে দেশীয় অস্ত্র, গাছের লাঠি, রামদা হাতে নামোল্লেখিত সন্ত্রাসীরা হুমকি দিয়ে বলে ‘কিভাবে আমাদের চাঁদা না দিয়ে তোরা (তোমরা) মাছ চাষ করবি আমরা দেখবো।’
এ দিকে অভিযুক্ত ইসমাইল তার বিরুদ্ধে অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ওই স্থানে সরকারী খাল ছিল বিধায় আমরা ওই পুকুর গুলোর পাড় কেটে দিয়েছি। তবে চাঁদা দাবির বিষয়টি তিনি অস্বীকার করেন।
এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) বিমল কর্মকার বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। এঘটনায় তদন্ত করে দ্রুত আাইনানুগ ব্যবস্থা নেয়া হবে।



















