কোম্পানীগঞ্জে টাইফয়েড টিকাদান কর্মসূচির উদ্বোধন
- আপডেট সময় : ১৪৫ বার পড়া হয়েছে
সারাদেশের ন্যায় নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উদ্যোগে টাইফয়েড টিকাদান কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।
আজ রোববার (১২ অক্টোবর) সকাল ৯ টায় উপজেলার ফয়জুন্নেসা মাল্টিলিংগুয়াল স্কুলে টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন, কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর ফরহাদ শামীম। এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ সেলিম, আবাসিক মেডিকেল কর্মকর্তা ডাক্তার আবদুল আহাদ উপস্থিত ছিলেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা দপ্তর সূত্রে জানা যায়, উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়, নুরানী মাদ্রাসা, কওমী ইবতেদায়ী, কিন্ডারগার্টেন ও হাফেজীয়া মাদ্রাসাসহ ৩৩৯টি শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩৯৪টি কেন্দ্রে ৯ মাস থেকে ১৫ বছর বয়সী ৯৪ হাজার ১৩০ জনকে এবার টাইফয়েড টিকাদানের আওতায় আনার লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করা হচ্ছে। টানা ১৮ দিন চলবে এ কর্মসূচি। প্রথম ১০ দিন শিক্ষা প্রতিষ্ঠানে এবং পরবর্তী ৮ দিন স্থায়ী ও অস্থায়ী টিকাদান কেন্দ্রে টাইফয়েড টিকা প্রদান করা হবে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ সেলিম বলেন, উপজেলার প্রতিটি শিশুকে টাইফয়েডের টিকার আওতায় আনতে আমরা কাজ করে যাচ্ছি। আজ শুরু হওয়া এই টিকাদান কর্মসূচি আগামী ১৮ দিন চলমান থাকবে।

















