কোম্পানীগঞ্জে বসত বাড়ীতে কিশোর গ্যাংয়ের হামলা ভাংচুর মালামাল লুটপাট

- আপডেট সময় : ১৪২ বার পড়া হয়েছে
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভায় বসত বাড়ীতে কিশোর গ্যাংয়ের হামলায় ভাংচুর ও মালামাল লুটপাটের ঘটনা ঘটেছে। এ সন্ত্রাসী হামলার সময় পরিবারের লোকজন ভীত সন্ত্রস্ত হয়ে ঘর থেকে পালিয়ে আত্মরক্ষা করে। সংবাদ পেয়ে কোম্পানীগঞ্জ থানার পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থল পরিদর্শন করে।
গত শুক্রবার রাত ৮টার দিকে বসুরহাট পৌরসভার ৫নং ওয়ার্ডের নুর মোহাম্মদ হাফেজ বাড়ীতে এ সন্ত্রাসী হামলা ও মালামাল লুটের ঘটনা ঘটে। এঘটনায় ভুক্তভোগী ফাতেমা আক্তার বাদী হয়ে একরামুল হক মনাকে প্রধান আসামী করে ৮ জনের নামোল্লেখসহ অজ্ঞাত ১৪-১৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।
মামলার এজহার ও স্থানীয় সূত্রে জানা যায়, একরামুল হক মনার ছেলে ইফাত হোসেন কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্য। গত এক বছর যাবত অভিযুক্ত একরামুল হক মনা ও তার ছেলে ইফাতসহ কিশোর গ্যাংয়ের সদস্যরা ফাতেমা বেগমের পরিবারকে বাড়ী থেকে উচ্ছেদের চেষ্টা চালিয়ে আসছে। শুক্রবার রাতে মনার ছেলে ইফাতের নেতৃত্বে কিশোরগ্যাং সদস্য শাহাদাত হোসেন, সজীব, শাকিল, শামীম, মিরাজ, আবদুর জব্বারসহ ১৪-১৫ জন সন্ত্রাসী হামলা চালিয়ে ফাতেমার বসত ঘর ভাংচুর করে নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ প্রায় ৪৫লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এর আগেও গত ৬ মে ওই কিশোর গ্যাং সদস্যরা হামলা চালিয়ে ফাতেমার ছেলে নজরুল গুরুতর আহত হয়।
গৃহবধু ফাতেমার ছেলে নজরুল অভিযোগে জানান, সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। এসময় আমরা ভয়ে ঘর থেকে পালিয়ে যাই। আমার ঘরের বিদ্যুত সংযোগ, পানির লাইন, গ্যাসের লাইন, ঘরের ফ্রিজ, টেলিভিশন, আলমারী, খাটসহ সবকিছু তছনছ করে ফেলে। সন্ত্রাসীরা আমাদের ঘর থেকে নগদ টাকা স্বর্ণালঙ্কারসহ প্রায় ৪৫লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগীর অভিযোগের আলোকে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।