সংবাদ শিরোনাম ::
কোম্পানীগঞ্জে শিক্ষা উপকরণ বিতরণ

ইমাম হোসেন খাঁন, কোম্পানীগঞ্জ (নোয়াখালী)
- আপডেট সময় : ১৩ বার পড়া হয়েছে
কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার কোডেক বসুরহাট শাখার বাস্তবায়নে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা সিরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার সকাল ১১ টার সময় উপজেলার সিরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোদেজা খাতুনের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক ও উপজেলা সহকারী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নুরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এটিএম এহসানুল হক চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলার সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার নিজাম উদ্দিন, কোডেক বসুরহাট শাখার ব্যবস্থাপক প্রিন্স সিকদার,উপ-ব্যবস্থাপক নুর সোলাইমান প্রমূখ।